গত ৬৮ বছরে টাকার নিরিখে ডলারের দাম বাড়ার অবাক করা হিসেব

দিন যত যাচ্ছে, বছর যত এগোচ্ছে টাকার নিরিখে ডলারের দাম তত বাড়ছে। টাকার নিরিখে ডলারের দাম বাড়ছে, মানে টাকা-ডলার বিনিময়ের বাজারে চাহিদার তুলনায় ডলারের জোগান কমছে। টাকার সঙ্গে ডলার বিনিময়ের একটা বড় সূত্র আমদানি ও রফতানি। যিনি আমদানি করছেন, তিনি টাকা দিয়ে ডলার কিনতে চাইছেন; যিনি রফতানি করছেন, তিনি ডলার উপার্জন করে টাকার বিনিময়ে সেই ডলার বিক্রি করছেন।

Updated By: Jun 9, 2016, 11:32 AM IST
গত ৬৮ বছরে টাকার নিরিখে ডলারের দাম বাড়ার অবাক করা হিসেব

ওয়েব ডেস্ক: দিন যত যাচ্ছে, বছর যত এগোচ্ছে টাকার নিরিখে ডলারের দাম তত বাড়ছে। টাকার নিরিখে ডলারের দাম বাড়ছে, মানে টাকা-ডলার বিনিময়ের বাজারে চাহিদার তুলনায় ডলারের জোগান কমছে। টাকার সঙ্গে ডলার বিনিময়ের একটা বড় সূত্র আমদানি ও রফতানি। যিনি আমদানি করছেন, তিনি টাকা দিয়ে ডলার কিনতে চাইছেন; যিনি রফতানি করছেন, তিনি ডলার উপার্জন করে টাকার বিনিময়ে সেই ডলার বিক্রি করছেন।

এক নজরে দেখে নেওয়া যাক কোনও বছরে ডলারের দাম কত ছিল

১৯৪৮ সালে-
১ ডলারের দাম ১.৩০টাকা

১৯৬৬ সালে
১ ডলার= ৪.৭৬ চাকা

১৯৭৫ সালে
১ ডলার=৮.৩৯টাকা

১৯৮৫ সালে
১ ডলার=১২.৩৮টাকা

১৯৯৫ সালে
১ ডলার=৩২.৪৮টাকা

২০০০ সালে
১ ডলার= ৪৩.৫০টাকা

২০০৬ সালে

১ ডলার=৪৫.১৯টাকা

২০০৭ সালে
১ ডলার= ৩৯.৪২টাকা

২০০৮ সালে
১ ডলার= ৪৮.৮৮ টাকা

২০১১ সালে
১ ডলার= ৫৫.৪০টাকা

২০১৩ সালে
১ ডলার= ৬২.৯২টাকা

২০১৬ সালে
১ ডলার=৬৮.০১টাকা

 

.