কেন্দ্রীয় মন্ত্রিসভায় পরিবর্তনের সম্ভাবনা রবিবার

সম্ভবত আগামী রবিবারই রদবদল হতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভার। এফডিআইয়ের বিরোধিতা করে ইউপিএ ছেড়ে বেরিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস। টু-জি কাণ্ডের জেরে মন্ত্রিত্ব খোয়াতে হয়েছে এ রাজা এবং দয়ানিধি মারানকে। ফলে অনেক মন্ত্রীকেই একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলাতে হচ্ছে। তাঁদের ভার লাঘব করতেই এবার মন্ত্রিসভায় একাধিক নতুন মুখের দেখা মিলতে পারে।

Updated By: Oct 25, 2012, 10:45 AM IST

সম্ভবত আগামী রবিবারই রদবদল হতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভার। এফডিআইয়ের বিরোধিতা করে ইউপিএ ছেড়ে বেরিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস। টু-জি কাণ্ডের জেরে মন্ত্রিত্ব খোয়াতে হয়েছে এ রাজা এবং দয়ানিধি মারানকে। ফলে অনেক মন্ত্রীকেই একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলাতে হচ্ছে। তাঁদের ভার লাঘব করতেই এবার মন্ত্রিসভায় একাধিক নতুন মুখের দেখা মিলতে পারে।
বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন প্রদীপ ভট্টাচার্য, দীপা দাশমুন্সি ও অধীর চৌধুরী। দায়িত্ব বাড়ানো হতে পারে রাহুল গান্ধীর তরুণ তুর্কি শচীন পাইলট, জিতিন প্রসাদ এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার। স্বাধীন মন্ত্রকের দায়িত্ব পেতে পারেন তাঁরা। মন্ত্রিসভায় আসতে পারেন মণিকা টেগোর বা মীণাক্ষি নটরাজনের মতো একেবারে নতুন মুখ।

.