ত্রিপুরায় জেলা পুনর্বিন্যাস

নতুন করে জেলা পূণর্বিন্যাসে ত্রিপুরায় আরও চারটি নতুন জেলা তৈরি হল। এর ফলে ত্রিপুরায় জেলার সংখ্যা চারটি থেকে বেড়ে দাঁড়ালো আটটিতে।

Updated By: Oct 25, 2011, 11:24 PM IST

নতুন করে জেলা পুনর্বিন্যাসে ত্রিপুরায় আরও চারটি নতুন জেলা তৈরি হল। এর ফলে ত্রিপুরায় জেলার সংখ্যা চারটি থেকে বেড়ে দাঁড়ালো আটটিতে। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। এরসঙ্গে সঙ্গেই বাড়ল উত্তরপূর্বের ওই রাজ্যের মহকুমার সংখ্যাও। সতেরোটি মহকুমা থেকে ছটি বেড়ে এখন তা দাঁড়ালো তেইশে। আগে ত্রিপুরায় মোট চল্লিশটি ব্লক ছিল। মঙ্গলবারের মন্ত্রিসভার বৈঠকে আরও পাঁচটি ব্লক বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার।

.