লেখকদের প্রতিবাদে অবশেষে সাহিত্য আকাদেমির নীরবতার অবসান

লেখক, সাহিত্যিকদের প্রতিবাদে অবশেষে সাহিত্য আকাদেমির নীরবতার অবসান। ধর্মীয় অসহিষ্ণুতার বিরুদ্ধে আকাদেমির নীরবতার প্রতিবাদে আজ দিল্লিতে লেখক, সাহিত্যিকদের একাংশ মৌন মিছিলে সামিল হন। এই ইস্যুতে ইতিমধ্যেই আকাদেমি পুরস্কার বিজয়ী বহু লেখক ও সাহিত্যিক তাঁদের পুরস্কার ফিরিয়ে দিয়েছেন।

Updated By: Oct 23, 2015, 04:57 PM IST
লেখকদের প্রতিবাদে অবশেষে সাহিত্য আকাদেমির নীরবতার অবসান

ওয়েব ডেস্ক: লেখক, সাহিত্যিকদের প্রতিবাদে অবশেষে সাহিত্য আকাদেমির নীরবতার অবসান। ধর্মীয় অসহিষ্ণুতার বিরুদ্ধে আকাদেমির নীরবতার প্রতিবাদে আজ দিল্লিতে লেখক, সাহিত্যিকদের একাংশ মৌন মিছিলে সামিল হন। এই ইস্যুতে ইতিমধ্যেই আকাদেমি পুরস্কার বিজয়ী বহু লেখক ও সাহিত্যিক তাঁদের পুরস্কার ফিরিয়ে দিয়েছেন।

এই পরিস্থিতিতে আজ আকাদেমি কর্তৃপক্ষ জরুরি বৈঠকে মিলিত হন। বৈঠকে এমএম কালবুর্গিসহ লেখকদের ওপর আক্রমণের তীব্র নিন্দা করা হয়। একইসঙ্গে যাঁরা পুরস্কার ফিরিয়ে দিয়েছেন, তাঁদের সিদ্ধান্ত বদলের আর্জিও জানানো হয়। যারা বিভিন্ন পদে ইস্তফা দিয়েছেন, তাঁদেরও সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে। পুরস্কার প্রত্যাখান করা বিশিষ্টরা তাদের সিদ্ধান্তে অনড়।

.