গয়নার দোকানে দুঃসাহসিক ডাকাতি, দেখুন সেই CCTV ফুটেজ
গয়নার দোকানে দুঃসাহসিক ডাকাতি। সেই ছবি ধরা পড়ল CCTV ফুটেজে। ফুটেজটি সামনে আসতেই তা ভাইরাল।
Updated By: Aug 9, 2016, 12:35 PM IST

ওয়েব ডেস্ক : গয়নার দোকানে দুঃসাহসিক ডাকাতি। সেই ছবি ধরা পড়ল CCTV ফুটেজে। ফুটেজটি সামনে আসতেই তা ভাইরাল।
আগ্রায় অবস্থিত দোকানটি। CCTV ফুটেজে দেখা যাচ্ছে, মুখে মুখোশ পরে দুজন ঢোকে দোকানটিতে। এরপর শুরু হয় দোকানের আলমারি ও লকার ভাঙা। যা যা মূল্যবান জিনিস ছিল, সবকিছুই লুট করে তারা। এরপর দোকান থেকে চলে যায় দুষ্কৃতীরা। গোটা ঘটনাটি ধরা পড়েছে CCTV-তে। দুঃসাহসিক ডাকাতির এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে তদন্ত। ফুটেজ খতিয়ে দেখে চলছে অভিযুক্তদের শনাক্তকরণের কাজ। কিন্তু মুখ ঢাকা থাকায় এখনও পর্যন্ত কাউকেই শনাক্ত করা যায়নি।