রোহিঙ্গারা দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক, সুপ্রিম কোর্টে হলফনামা কেন্দ্রের

Updated By: Sep 18, 2017, 07:53 PM IST
রোহিঙ্গারা দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক, সুপ্রিম কোর্টে হলফনামা কেন্দ্রের

ওয়েব ডেস্ক: রোহিঙ্গা শরণার্থীরা দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে এমনটাই জানাল কেন্দ্র। ফলে এ দেশে রোহিঙ্গাদের আশ্রয় নয় বরং তাদের মায়ানমারে ফেরত পাঠানোর পক্ষেই সওয়াল করল কেন্দ্র।

কেন রোহিঙ্গারা দেশের জন্য বিপদ?

কেন্দ্রের দাবি,  রোহিঙ্গাদের সঙ্গে পাক গুপ্তচর সংস্থা আইএসআই ও জঙ্গি গোষ্ঠী আল কায়দার ‌যোগা‌যোগ রয়েছে, বলে দাবি গোয়েন্দাদের। পাশাপাশি, কেন্দ্র তার হলফনামায় জানিয়েছে,  জম্মু ও কাশ্মীর, হায়দরাবাদ ও দিল্লিতে কিছু রোহিঙ্গারা জঙ্গি হিসেবে সক্রিয়। এমনকী পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার কয়েকটি গোষ্ঠী রোহিঙ্গাদের ভারতে ঢোকানোর ব্যাপারে সক্রিয় বলেও জানাচ্ছে কেন্দ্র।

উল্লেখ্য, রোহিঙ্গাদের পক্ষে সওয়াল করেন প্রশান্ত ভূষণ, ফলি এস নরিম্যান, কপিল সিব্বলের মতো আইনজীবীরা। তবে কেন্দ্র তার হলফনামায় আরও জানিয়েছে, গোটা বিষয়টির সঙ্গে আন্তর্জাতিক আইন ও কূটনীতি জড়িত। তাই এনিয়ে সরকারের সিদ্ধান্তে আদালতের হস্তক্ষেপ কাম্য নয়।

আরও পড়ুননৌবাহিনীর জন্য ভারতেই ‌যুদ্ধবিমান তৈরি করতে চায় MiG

.