Lucknow: প্রেমিকাকে কোলে নিয়ে বাইক চালাচ্ছেন! ভাইরাল রোম্যান্সের ভিডিও

হরদোইয়ের গ্রামাঞ্চল কোতোয়ালির ইটাউলি গ্রামের কাছে বাইকে দুই যুবকের রোমান্সের ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বাইকে কোলে বসিয়ে তরুণীকে নিয়ে দ্রুত গতিতে ছুটছেন ওই যুবক। 

Updated By: Feb 21, 2023, 07:02 PM IST
Lucknow: প্রেমিকাকে কোলে নিয়ে বাইক চালাচ্ছেন! ভাইরাল রোম্যান্সের ভিডিও
ফোটো- ট্যুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্কুটির পর এবার বাইক। টম ক্রুজ স্টাইলে বাইকের সিটে বসার শখ হয় এক তরুণীর। উত্তরপ্রদেশের লখনউতে স্কুটিতে রোম্যান্সের ভিডিও ভাইরাল হওয়ার পরে এখন হারদোইতেও প্রকাশ্যে এসেছে একইরকম ভিডিও। এক যুবককে দেখা গেল তার প্রেমিকাকে নিয়ে বাইক চালাতে। এখানেই শেষ নয়, শুধু বাইক চালিয়েই শান্ত থাকেননি সেই যুবক। প্রেমিকাকে রীতিমতো কোলে বসিয়ে বাইক চালাতে দেখা যায় তাকে। 

আরও পড়ুন, স্বামী ও শাশুড়িকে খুন!দেহ টুকরো করে ফ্রিজে ভরলেন গৃহবধ

লখনউয়ের রাস্তায় স্কুটির রোম্যান্সের ভিডিও ভাইরাল হয়ে যায়। এর পরই পুলিসি অভিযান শুরু হয়। তবে হারদোই-এর ঘটনায় দেখা গিয়েছে যুবকদের মধ্যে নেশা ক্রমশ বেড়ে চলেছে। প্রশ্ন উঠছে, এটা কী ধরনের স্টাইল, যা অন্য মানুষের কাছে বিপদের কারণ হতে পারে। নেটিজেনদের একাংশের মতে সাবধানতা অবলম্বন করা উচিত, দুর্ঘটনায় মৃত্যুর আশঙ্কা থাকতে পারে। কিন্তু, অমনোযোগী যুবককে কে বোঝাবে? 

হরদোইয়ের গ্রামাঞ্চল কোতোয়ালির ইটাউলি গ্রামের কাছে বাইকে দুই যুবকের রোমান্সের ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বাইকে কোলে বসিয়ে তরুণীকে নিয়ে দ্রুত গতিতে ছুটছেন ওই যুবক। জনবহুল এলাকায় এক বাইক আরোহীর এই ভিডিও ভাইরাল হওয়ার পর দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে যায়। ভিডিওটি প্রকাশ্যে আসার পর উভয় ক্ষেত্রেই ব্যবস্থা নেওয়া হবে বলে দাবি পুলিসের। বাইকে দম্পতির রোম্যান্সের ভিডিও ভাইরাল হওয়ার পর ভাইরাল ভিডিওতে বাইকের নম্বরের ভিত্তিতে পুলিস দুজনকেই খুঁজছে। পুলিস জানিয়েছে, বাইকের নম্বর পাওয়া গেলেই ওই দম্পতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন, UPI and PayNow: এবার বিদেশ থেকে সহজেই পাঠান টাকা, সুবিধা দিচ্ছে Gpay, Paytm

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.