হিন্দুত্বই দেশকে সুপার পাওয়ারে পরিণত করবে, মত মোহন ভাগবতের

বিজেপির অভ্যন্তরে গুজরাত মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্থানের পাশে সরাসরিই দাঁড়িয়ে ছিল তাঁর দল রাষ্ট্রীয় স্বয়ং সেভকসঙ্ঘ। মূলত আরএসএসের জন্যই বিজেপির নির্বাচনী মুখ নির্বাচিত হয়েছেন মোদী। মোদীর উত্থান নিশ্চিত করার পর আজ ফের হিন্দুত্ববাদের হয়েই গলা ফাটালেন আরএসএস প্রধান মোহন ভাগবত। পরিষ্কার জানিয়ে দিলেন একমাত্র হিন্দুত্বের হাত ধরেই এ দেশে পরিবর্তন আসতে পারে।

Updated By: Jun 18, 2013, 03:06 PM IST

বিজেপির অভ্যন্তরে গুজরাত মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্থানের পাশে সরাসরিই দাঁড়িয়ে ছিল তাঁর দল রাষ্ট্রীয় স্বয়ং সেভকসঙ্ঘ। মূলত আরএসএসের জন্যই বিজেপির নির্বাচনী মুখ নির্বাচিত হয়েছেন মোদী। মোদীর উত্থান নিশ্চিত করার পর আজ ফের হিন্দুত্ববাদের হয়েই গলা ফাটালেন আরএসএস প্রধান মোহন ভাগবত। পরিষ্কার জানিয়ে দিলেন একমাত্র হিন্দুত্বের হাত ধরেই এ দেশে পরিবর্তন আসতে পারে।
বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানী ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মোদী বিরোধিতাকে নাম না করেই তুলোধোনা করেছেন মোহন ভাগবত। জানিয়েছেন ``কেউ পছন্দ করুক বা না করুক এ দেশে পরিবর্তন আনার একমাত্র রাস্তাই হল হিন্দুত্ব। হিন্দুত্বের মধ্যেই এই দেশের সম্মান লুকিয়ে আছে।``
আরএসএস প্রধানের মতে একমাত্র হিন্দুত্বের হাত ধরেই ভারত সুপার পাওয়ারে পরিণত হতে পারে।
তবে মাওবাদীদের বিরুদ্ধে কথার বদলে বুলেটই একমাত্র অস্ত্র বলে মন্তব্য করেছেন সঙ্ঘ পরিবারের মুখ্য নেতা।

.