ডলারের তুলনায় আজ কিছুটা চড়ল টাকার দাম

রেকর্ড পতনের পর ডলারের তুলনায় আজ কিছুটা চড়ল টাকার দাম। আজ ডলার প্রতি টাকার দাম দাঁড়িয়েছে সাতষট্টি টাকা দশ পয়সা। গতকালের তুলনায় ডলার প্রতি টাকার দাম বেড়েছে ১.৭০ টাকা। এর সঙ্গে কিছুটা উর্ধমূখী হয়েছে শেয়ার বাজার। বেড়েছে সেনসেক্স, নিফটি সূচক। গতকালের তুলনায় আজ মুম্বই স্টক এক্সচেঞ্জের সেনসেক্স বেড়েছে প্রায় ১০০ পয়েন্ট।

Updated By: Aug 29, 2013, 10:37 AM IST

রেকর্ড পতনের পর ডলারের তুলনায় আজ কিছুটা চড়ল টাকার দাম। আজ ডলার প্রতি টাকার দাম দাঁড়িয়েছে সাতষট্টি টাকা দশ পয়সা। গতকালের তুলনায় ডলার প্রতি টাকার দাম বেড়েছে ১.৭০ টাকা। এর সঙ্গে কিছুটা উর্ধমূখী হয়েছে শেয়ার বাজার। বেড়েছে সেনসেক্স, নিফটি সূচক। গতকালের তুলনায় আজ মুম্বই স্টক এক্সচেঞ্জের সেনসেক্স বেড়েছে প্রায় ১০০ পয়েন্ট।
বুধবার বাজার খোলার পরই ডলারের নিরিখে টাকার দাম নেমে গিয়ে দাঁড়িয়েছিল ৬৮.৭৫-এ। গত ১৮ বছরের মধ্যে এত বড় পতন এই প্রথম। আরও দামি হয় সোনা, মদ। সোনার দাম বেড়ে দাঁড়াল ৩৪ হাজার ৩২৫। টাকার রেকর্ড পতন ও লাগামছাড়া মূল্যবৃদ্ধির মধ্যেই ফের পণ্য মাসুল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল রেলমন্ত্রক।

Tags:
.