Rupee Today: আচ্ছে দিনে সস্তা টাকা, এক ডলার প্রায় ৮০!
অর্থনীতির কারবারিরাও এই নেতিবাচক ট্রেন্ডে বড় বিপদের আভাস পাচ্ছেন। তাঁদের আশঙ্কা, এবার আবার পেট্রোল-ডিজেলের দাম বাড়তে চলেছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আশঙ্কা সত্যি করে বিশ্ববাজারে ভারতীয় মুদ্রার রেকর্ড অবমূল্যায়ন। সোজা কথায়, টাকার দাম পড়ল বেনজির ভাবে। সোমবার মার্কিন ডলারের নিরিখে ৯ পয়সা কমল টাকার দাম। এটিই এযাবৎকালের রেকর্ড। ফলে দিনের শেষে ডলারের অনুপাতে ভারতীয় মুদ্রার দাম দাঁড়াল ৭৯.৯০ টাকা।
এখন এক মার্কিন ডলার কিনতে গেলে আপনাকে গুনতে হবে ৭৯.৯০ টাকা। স্বভাবতই ভারতীয় টাকার লাগাতার অবমূল্যায়নের জন্য মোদী সরকারের দিশাহীন অর্থনীতিকেই কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। অর্থনীতির কারবারিরাও এই নেতিবাচক ট্রেন্ডে বড় বিপদের আভাস পাচ্ছেন। তাঁদের আশঙ্কা, এবার আবার পেট্রোল-ডিজেলের দাম বাড়তে চলেছে।
কারণ, আন্তর্জাতিক বাজার থেকে ডলার গুনেই ভারতকে জ্বালানি কিনতে হয়। পরিবর্তিত পরিস্থিতিতে কেন্দ্র বিভিন্ন খাতে ভরতুকি প্রায় তুলে দিয়েছে। ফলে বিপদে পড়ছেন প্রান্তবাসীরা।