Russia-Ukraine War: আগামী ৪৮ ঘণ্টায় ওয়ারজোন থেকে ভারতীয়দের বেরোতে দিতে হবে, রাশিয়াকে কড়া বার্তা ভারতের
কেন্দ্রের পরিকল্পনা মত ইউক্রেনে রওনা নিচ্ছে বায়ুসেনার সি ১৭ বিমান
নিজস্ব প্রতিবেদন: ইউক্রেন ছাড়ছেন শয়ে শয়ে ভারতীয় পড়ুয়া। মঙ্গলবারই এক নির্দেশিকায় ভারতীয় দুতাবাসের তরফে কিয়েভে ভারতীয় ছাত্রছাত্রীদের ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন ছাড়তে বলা হয়। এর মধ্যেই পূর্ব ইউক্রেনের খারকিভে রুশ বোমা বিস্ফোরণে নিহন হয়েছেন এক ভারতীয় ছাত্র। ওই ছাত্রের নাম নবীন এস জি। তিনি কর্ণাটকের বাসিন্দা।
খারকিভে ছাত্রমৃত্যুর ঘটনার পরই দিল্লিতে রাশিয়া ও ইউক্রেনের রাষ্ট্রদূতকে সাউথ ব্লকে ডেকে পাঠালেন বিদেশ সচিব হর্ষ শিংলা। দুই দেশের রাষ্ট্রদুতকে জানিয়ে দেওয়া হয়, ভারত চায় ইউক্রেনের ওয়ারজোন থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ভারতীয় পড়ুয়াদের ইউক্রেন থেকে নিরাপদে বের করে তৃতীয় কোনও দেশে যেতে দিতে হবে। সেই কাজ কোনওরকম বাধা সৃষ্টি করা যাবে না। যে ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে তার জন্য রাশিয়া ও ইউক্রেনকে দায়িত্ব নিতে হবে।
এদিকে, ইউক্রেনে এখনও আটকে রয়েছেন কমপক্ষে ১৬,০০০ পড়ুয়া। তাদের কীভাবে ফিরিয়ে আনা যায় তা নিয়ে আলোচনা করতে আজ ফের উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে পাঠানো হচ্ছে বায়ুসেনার সি ১৭ বিমান। কিন্তু ইউক্রেনের বর্তমান যে পরিস্থিতি তাতে বিমান সংখ্যা আরও বাড়ানো যায় কিনা তা নিয়েও আলোচনা হতে পারে প্রধানমন্ত্রীর বৈঠকে।
কেন্দ্রের পরিকল্পনা মত ইউক্রেনে রওনা নিচ্ছে বায়ুসেনার সি ১৭ বিমান। তবে কেন্দ্রকে সবচেয়ে চাপে ফেলে দিয়েছে ওই ভারতীয় ছাত্রের মৃত্যু। তার পরই ফের বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী। লক্ষ্যে একটাই। ইউক্রেন থেকে ভারতীয় পড়ুয়াদের সরিয়ে আনতে হবে। কিন্তু যেভাবে ইউক্রেনকে রাশিয়া অবরুদ্ধ করে রেখেছে তাতে ভারতীয় পড়ুয়াদের সেখান থেকে বের করে আনতে রাশিয়াকেই পদক্ষেপ নিতে হবে। সেই বার্তাই আজ দিয়ে দেওয়া হল।
অন্যদিকে, রাশিয়ার তরফ থেকেও একটা বক্তব্য সামনে এসেছে। রাশিয়ার দাবি হল, ভারতীয় সংবাদমাধ্যমে যেভাবে যুদ্ধের ছবি তুলে ধরছে তা বাস্তবসম্মত নয়। অর্থাত্ কোথাও যেন ভারতের সঙ্গে একটা কূটনৈতিক দূরত্বও তৈরি হচ্ছে রাশিয়ার। তবে জোট নিরপেক্ষ নীতি মেনে রাশিয়ার বিরুদ্ধে রাষ্ট্রসংঘে ভোট দেয়নি ভারত। তবে দেশের এক পড়ুয়ার মৃত্যুর পর কড়া অবস্থান নিতে চলেছে কেন্দ্র।
আরও পড়ুন-খাটের উপর দুপাশে পড়ে ছেলে ও মেয়ের মৃতদেহ, মাঝখানে থাকত মা!