বিজেপি নেতা মুখতার আব্বাস নখভির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন সাবির আলি, আটক সাবির পত্নী ইয়াসমিন
সংযুক্ত জনতা দলের প্রাক্তন নেতা সাবির আলি বিজেপি নেতা মুখতার আব্বাস নখভির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন। নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে নখভিকে। এই দাবিতে সাবির আলি স্ত্রী ইয়াসমিন আবার বিজেপি নেতার বাড়ির সামনে ধর্ণায় বসলেন। পড়ে অবশ্য ইয়াসমিনকে আটক করে পুলিস।
সংযুক্ত জনতা দলের প্রাক্তন নেতা সাবির আলি বিজেপি নেতা মুখতার আব্বাস নখভির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন। নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে নখভিকে। এই দাবিতে সাবির আলি স্ত্রী ইয়াসমিন আবার বিজেপি নেতার বাড়ির সামনে ধর্ণায় বসলেন। পড়ে অবশ্য ইয়াসমিনকে আটক করে পুলিস।
বিজেপি সাবির আলির সদস্য পদ বাতিল করার পর তিনি মন্তব্য করেন মুখতার আব্বাস নখবির মত ব্যক্তিরাই বিজেপিকে সংখ্যালঘুদের থেকে দূরে সরিয়ে রেখেছেন।
মিউজিক মোঘল গুলশন কুমারের হত্যায় অন্যতম অভিযুক্ত সাবির আলি একদা ইন্ডিয়ান মুজাহিদিন প্রধান ইয়াসিন ভটকলের ঘনিষ্ট বন্ধু ছিলেন।
বহিষ্কৃত জনতা দল নেতা সাবির আলির বিজেপিতে অন্তর্ভুক্তির তীব্র বিরোধিতা করেন নখভি। শুক্রবার সরাসরি আলিকে আক্রমণ করে টুইট করেন তিনি। টুইটে লেখেন ``সন্ত্রাসবাদী ভটকলের বন্ধু বিজেপিতে যোগ দিচ্ছে। এবার দাউদ কে দলে নেওয়া হবে।``