উত্তপ্ত সংসদে সাংসদ সচিনের ইনিংস যেন মরুদ্যান

সাদার উপর নীল স্ট্রাইপের জামাটা পরে যখন তিনি রাজ্যসভায় ঢুকলেন, তখন সবার নজরের কেন্দ্রবিন্দুতে থাকলেন তিনিই। প্যাভিলিয়ন থেকে ক্রিকেটের বাইশ গজে নামার সময় যেমন হত, আজ ঠিক তাই হল। সোমবার রাজ্যসভায় বাদল অধিবেশনের প্রথম দিনে সচিন তেন্ডুলকর রাজ্যসভায় পা দিতেই শোরগোল পড়ে গেল। উপস্থিত সাংবাদিক, চিত্রগ্রাহকরা তো বটেই রাজ্যসভার ভিআইপি সাংসদরাও সচিনকে নিয়ে মাতলেন।

Updated By: Aug 5, 2013, 02:43 PM IST

সাদার উপর নীল স্ট্রাইপের জামাটা পরে যখন তিনি রাজ্যসভায় ঢুকলেন, তখন সবার নজরের কেন্দ্রবিন্দুতে থাকলেন তিনিই। প্যাভিলিয়ন থেকে ক্রিকেটের বাইশ গজে নামার সময় যেমন হত, আজ ঠিক তাই হল। সোমবার রাজ্যসভায় বাদল অধিবেশনের প্রথম দিনে সচিন তেন্ডুলকর রাজ্যসভায় পা দিতেই শোরগোল পড়ে গেল। উপস্থিত সাংবাদিক, চিত্রগ্রাহকরা তো বটেই রাজ্যসভার ভিআইপি সাংসদরাও সচিনকে নিয়ে মাতলেন।
সচিন আজ এসেছিলেন কেন্দ্রীয় সাংসদ বিষয়ক মন্ত্রী রাজীব শুক্লার সঙ্গে। অধিবেশন শুরুর বেশ কিছুটা আগেই এসে পৌঁছন ক্রিকেটের লিটল ডন। এরপরই লেখক ও গীতিকার সাংসদ জাভেদ আখতারের সঙ্গে গল্প করতে শুরু করেন সচিন। অধিবেশন শুরু হতেই বেশ সিরিয়াস হয়ে আলোচনা শুনতে থাকেন।
তবে তেলেঙ্গানা ইস্যুতে রাজ্যসভা উত্তাল হওয়ায় অধিবেশন স্থগিত হয়ে যায়।
ভিজিটার্স গ্যালারি থেকে সাংসদ সচিনের ইনিংস বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন স্ত্রী অঞ্জলি।
গত বছর জুন মাসে দেশের প্রথম সক্রিয় ক্রীড়াব্যক্তিত্ব হিসেবে রাজ্যসভায় শপথ নেন সচিন রমেশ তেন্ডুলকর। সচিনকে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন তত্‍কালীন উপ রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারি। সচিন তেন্ডুলকরের সঙ্গেই রাজ্যসভায় মনোনয়ন পেয়েছিলেন অভিনেত্রী রেখা এবং শিল্পপতি অনু আগা। রেখা এবং অনু গত মে মাসে শপথ নিলেও আইপিএল চলার দরুণ শপথ নিতে পারেননি সচিন।
সংবিধান অনুযায়ী, সাহিত্য, বিজ্ঞান, শিল্পকলা বা সমাজ সংস্কারের সঙ্গে যুক্ত বিশিষ্টজনদের রাজ্যসভার সদস্য করা যেতে পারে। তার জন্যই সংসদের উচ্চকক্ষে সদস্যপদের জন্য ৫৭ বছরের রেখা, সচিন, অনুর নাম সুপারিশ করা হয়।
আটের দশকে বলিউডকে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দক্ষিণী অভিনেত্রী রেখা। তিনি এদিনই এ ব্যাপারে তাঁর সম্মতির কথা জানিয়েছেন। ৭০ বছরের অনু আগা থার্ম্যাক্স ইন্ডাস্ট্রির প্রাক্তন চেয়ারম্যান। সনিয়ার গাঁধীর নেতৃত্বাধীন জাতীয় উপদেষ্টা পরিষদেরও সদস্যা। এই সমাজর্কমীর নাম ফোর্বস পত্রিকার ধনীতম ভারতীয়দের তালিকাতেও ঠাঁই পেয়েছিল।

.