ইচ্ছাশক্তিকে স্যালুট! হাসপাতাল থেকেই নার্স হওয়ার পরীক্ষায় বসলেন করোনা আক্রান্ত ২ স্বাস্থ্যকর্মী

পাতিয়ালার রাজিন্দ্র হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকেই নার্স হওয়ার পরীক্ষায় বসলেন দুই  মহিলা স্বাস্থ্যকর্মী।

Edited By: সোমনাথ মিত্র | Updated By: Jun 23, 2020, 03:09 PM IST
ইচ্ছাশক্তিকে স্যালুট! হাসপাতাল থেকেই নার্স হওয়ার পরীক্ষায় বসলেন করোনা আক্রান্ত ২ স্বাস্থ্যকর্মী
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: কোভিড যুদ্ধে প্রাণপন লড়ছেন স্বাস্থ্যকর্মীরা। তাঁরাই আক্রান্ত হলে তো ঘোর বিপদ। কিন্তু ইচ্ছা শক্তি ও সাহসের জোরে সব জয় করা যায়। তারই নজির গড়লেন পাঞ্জাবের দুই করোনা আক্রান্ত স্বাস্থ্যকর্মী। পাতিয়ালার রাজিন্দ্র হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকেই নার্স হওয়ার পরীক্ষায় বসলেন দুই  মহিলা স্বাস্থ্যকর্মী।
দুজন কোভিড আক্রান্তকে হাসপাতাল থেকে পরীক্ষা দেওয়ার বিশেষ অনুমতি দিয়েছিল রাজ্য সরকার। মাস্ক পরে পেন খাতা হাতে সেখান থেকেই নার্স হওয়ার পরীক্ষায় বসলেন দুজন। এই অদম্য ইচ্ছাশক্তি কে স্যালুট জানিয়ে টুইট করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন আমরিন্দর সিং।

 

আরও পড়ুন: পুলওয়ামায় দুই জঙ্গিকে খতম করে শহিদ হলেন জওয়ান

গত রবিবারের এই নার্সিং স্টাফ প্রবেশিকা পরীক্ষায় ৮হাজার ৫৪৭ জন নাম নথিভুক্ত করেছিলেন। কিন্তু করোনা পরিস্থিতির সমস্যার জন্য ৭ হাজার ৩৮১ জন পরীক্ষায় বসেছেন। যাঁদের মধ্যে নজির গড়লেন এই দুজন।
পাঞ্জাবে এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত ৪ হাজার ২৩৫। প্রাণ হারিয়েছেন ১০১ জন। নোভেল জয় করে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৮২৫ জন। মোট ২১ হাজার ৩০০ জন কোয়রেন্টিনে রয়েছেন।

.