পার্লামেন্টে ইংরেজিতে কথা বলা নিষিদ্ধ করার দাবি মুলায়মের

পার্লামেন্টে ইংরেজি নিষিদ্ধ করা হোক, এমন দাবিই করলেন সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম সিং যাদব। উত্তরপ্রদেশের প্রাক্তম মুখ্যমন্ত্রী তথা এই সাংসদ বলেন, যেসব দেশে তাদের মাতৃভাষা বেশি ব্যবহার করে তারা তত উন্নত। সময়ের প্রয়োজনেই আমাদের হিন্দি ভাষাকে আরও গুরুত্ব দেওয়া উচিত।

Updated By: Nov 18, 2013, 11:02 AM IST

পার্লামেন্টে ইংরেজি নিষিদ্ধ করা হোক, এমন দাবিই করলেন সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম সিং যাদব। উত্তরপ্রদেশের প্রাক্তম মুখ্যমন্ত্রী তথা এই সাংসদ বলেন, যেসব দেশে তাদের মাতৃভাষা বেশি ব্যবহার করে তারা তত উন্নত। সময়ের প্রয়োজনেই আমাদের হিন্দি ভাষাকে আরও গুরুত্ব দেওয়া উচিত।
ভাষা ইস্যুতে দেশের নেতাদের দ্বিচারিতার অভিযোগও এনেছেন মুলায়ম। তিনি বলেন, সংসদে সাংসদের ইংরেজিতে কথা বলার ওপর নিষেধাজ্ঞা জারি করা হোক। তা হলে হিন্দি ভাষার গুরুত্ব বাড়বে। মুলায়ম আরও বলেন, দেশের নেতারা ভোটপ্রচারে হিন্দিতে ভোটভিক্ষা করেন, কিন্তু সংসদে বলতে এলেই তারা ইংরেজিতে কথা বলেন। সমস্ত রাজ্যে তাদের আঞ্চলিক ভাষার পাশাপাশি হিন্দিকেও আলাদা করে গুরুত্ব দিতে বললেন। তবে তিনি যে ইংরেজি ভাষার বিরোধি নন সে কথাও বলেন মুলায়ম।
চিনকে নিয়েও সতর্কবাণী শোনালেন মুলায়ম। বললেন, চিনকে আমাদের কখনই বিশ্বাস করা উচিত নয়।

.