মোদীর বায়োপিক দেখে মুখবন্ধ খামে সিদ্ধান্ত জানান, নির্বাচন কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

ওই সিনেমায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকায় অভিনয় করছেন বিবেক ওবেরয়। তিনিই মামলাকারীদের মধ্যে অন্যতম। তাঁদেরও সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে, এর মধ্যে কোনওভাবেই ওই সিনেমার প্রচার করা যাবে না।

Updated By: Apr 15, 2019, 08:49 PM IST
মোদীর বায়োপিক দেখে মুখবন্ধ খামে সিদ্ধান্ত জানান, নির্বাচন কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিবেদন: লোকসভা নির্বাচন চলাকালীন কি মোদীর বায়োপিক মুক্তি পাওয়া উচিত! এই সিদ্ধান্তের ভার আগেই নির্বাচন কমিশনের উপর ছেড়েছিল সুপ্রিম কোর্ট। এবার কমিশন পিএম নরেন্দ্র মোদী সিনেমাটি দেখার নির্দেশ দিল শীর্ষ আদালত।

নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টের নির্দেশ, ওই সিনেমাটি দেখে সিদ্ধান্ত নিতে হবে কমিশনকে। তার পর সেই সিদ্ধান্ত ২২ এপ্রিলের মধ্যে জানাতে হবে। মুখবন্ধ খামে সেই সিদ্ধান্ত জানাবে কমিশন।

আরও পড়ুন: যোগী আদিত্যনাথের গোরক্ষপুরে বিজেপির প্রার্থী রবি কিষাণ

গত বছরের শেষের দিকে মোদীর বায়োপিকের বিষয়টি সামনে আসে। তার পর থেকে এই সিনেমা নিয়ে আলোচনা চলছে। লোকসভা নির্বাচন চলাকালীন সিনেমার মুক্তির বিষয়টি সামনে আসতেই বিতর্ক শুরু হয়।

বিরোধীরা হইচই শুরু করে। মামলাও হয়। দুটি রাজ্যের হাইকোর্টে মামলা খারিজ হয়ে যাওয়ার পর এক কংগ্রেস নেতা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। কিন্তু সুপ্রিম কোর্ট বিষয়টি নির্বাচনের কমিশনের এক্তিয়ার ভুক্ত বলে জানিয়ে দেয়। সিনেমার মুক্তির উপর নিষেধাজ্ঞা বসানোর আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত।

আরও পড়ুন: বিতর্কিত মন্তব্যের জেরে আদিত্যনাথ ও মায়াবতীর নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা কমিশনের

কিন্তু এর পর নির্বাচন কমিশন মোদীর বায়োপিকের মুক্তি আটকে দেয়। কমিশনের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিনেমার নির্মাতারা। সোমবার ওই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সেই শুনানিতে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে এই নির্দেশ দিয়েছে।

ওই সিনেমায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকায় অভিনয় করছেন বিবেক ওবেরয়। তিনিই মামলাকারীদের মধ্যে অন্যতম। তাঁদেরও সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে, এর মধ্যে কোনওভাবেই ওই সিনেমার প্রচার করা যাবে না।

আরও পড়ুন: ভিডিয়ো: 'চৌকিদার চোর' হলে তুই মা****, রাহুলকে বিঁধতে গিয়ে অশালীন মন্তব্য বিজেপি নেতার 

বিরোধীরা অভিযোগ করেছিল যে নির্বাচনের সময় মোদীর বায়োপিক মুক্তি পেলে তাতে লঙ্ঘন করা হবে আদর্শ আচরণ বিধি। সেই একই যুক্তিতে নির্বাচন কমিশনও সিনেমার মুক্তি আটকে দিয়েছিল। এখন দেখার মোদীর বায়োপিক দেখার পর নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেয়!

.