স্বস্তিতে ৩৩ হাজার পরীক্ষার্থী, কাটল IIT-জয়েন্টের জট, স্থগিতাদেশ প্রত্যাহার সুপ্রিম কোর্টের

IIT-জয়েন্টে ভর্তি-কাউন্সিলিংয়ের জট কাটল। এনিয়ে স্থগিতাদেশ প্রত্যাহার করল সুপ্রিম কোর্ট। ফলে, অনিশ্চয়তার হাত থেকে রক্ষা পেলেন ৩৩ হাজার পরীক্ষার্থী। অবশ্যই পড়ুন- ভোট দান মৌলিক কর্তব্য নয়, বাধ্যতামূলক করা অগণতান্ত্রিক, শীর্ষ আদালতকে জানাল কেন্দ্র 

Updated By: Jul 10, 2017, 04:16 PM IST
স্বস্তিতে ৩৩ হাজার পরীক্ষার্থী, কাটল IIT-জয়েন্টের জট, স্থগিতাদেশ প্রত্যাহার সুপ্রিম কোর্টের

ওয়েব ডেস্ক: IIT-জয়েন্টে ভর্তি-কাউন্সিলিংয়ের জট কাটল। এনিয়ে স্থগিতাদেশ প্রত্যাহার করল সুপ্রিম কোর্ট। ফলে, অনিশ্চয়তার হাত থেকে রক্ষা পেলেন ৩৩ হাজার পরীক্ষার্থী। অবশ্যই পড়ুন- ভোট দান মৌলিক কর্তব্য নয়, বাধ্যতামূলক করা অগণতান্ত্রিক, শীর্ষ আদালতকে জানাল কেন্দ্র 

এবছর IIT-NIT এন্ট্রাসের ১০টি সেটের মধ্যে একটি সেটের একটি কোয়েশ্চেনে ভুল ছিল। তা নিয়ে গোলমাল শুরু হতেই  এক্সপার্ট কমিটি গড়ে বোর্ড। বোর্ডের সুপারিশ অনুযায়ী, পরীক্ষার্থীদের ১৮ নম্বর করে গ্রেস মার্কস দেওয়া হয়। কিন্তু, গোল বাধে অন্য জায়গায়। যারা ভুল কোয়েশ্চেন অ্যাটেম্পট করেছে তারা ছাড়াও যারা করেনি তাদেরও গ্রেস মার্কস দিয়ে  দেওয়া হয়। RANKING -এ গোলমালের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে যান পরীক্ষার্থীরা।  গত সপ্তাহে কাউন্সেলিং ও ভর্তির ওপর স্থগিতাদেশ দেয় সর্বোচ্চ আদালত। চরম অনিশ্চয়তার পড়ে যান ৩৩ হাজার পরীক্ষার্থী। আজ সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তিতে তারা। সর্বোচ্চ আদালতের নির্দেশ, দেশের কোনও হাইকোর্টে এনিয়ে আর মামলা করা যাবেনা।

.