কেজরিওয়ালের বিরুদ্ধে মানহানির মামলায় জারি স্থগিতাদেশ

Updated By: Apr 17, 2015, 03:32 PM IST
কেজরিওয়ালের বিরুদ্ধে মানহানির মামলায় জারি স্থগিতাদেশ

 

ওয়েব ডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে দায়ের হওয়া দুটি মানহানির মামলাতেই স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। মানহানি সংক্রান্ত আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আপ নেতার আবেদনের ভিত্তিতেই এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এই বিষয়ে সুপ্রিম কোর্টের তরফে কেন্দ্রকে নোটিসও পাঠানো হয়েছে।

দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট এবং কর্করডুমা আদালতে কেজরিওয়ালের বিরুদ্ধে দুটি মানহানির মামলা চলছিল। তার মধ্যে একটি মামলা দায়ের করেন অ্যাডভোকেট সুরিন্দর কুমার শর্মা। দিল্লির এই আইনজীবীর অভিযোগ ছিল, ২০১৩ সালের ১৪ অক্টোবর তাঁর বিরুদ্ধে সংবাদমাধ্যমে সম্মানহানিকর মন্তব্য করেছিলেন কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অন্য মানহানির মামলাটি করেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি। ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজনীতিকদের তালিকায় কেজরিওয়াল তাঁর নাম তোলাতেই এই মামলা করেছিলেন গড়করি।

.