পোলবায় পুলকার দুর্ঘটনার পর এবার স্কুলবাসে আগুন, জীবন্ত দগ্ধ ৪ পড়ুয়া
নিহত পড়ুয়াদের বয়স ৪-৫ বছর। সাংরুর থেকে ২০ কিলোমিটার দূরে লঙ্গোয়ালে ওই দুর্ঘটনা ঘটে
নিজস্ব প্রতিবেদন: পোলবায় পুলকার দুর্ঘটনার রেশ মেটার আগেই ফের স্কুলবাস দুর্ঘটনা। এবার পঞ্জাবে।
শনিবার বিকেলে পঞ্জাবের সাংরুরে আগুন লেগে গেল এক স্কুলবাসে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ৪ পড়ুয়ার। কোনওক্রমে প্রাণ বেঁচেছে বাসের ৮ ছাত্রের। জ্বলন্ত ওই বাসটিকে দেখতে পান মাঠে কর্মরত শ্রমিকরা। তারাই আহত পড়ুয়াদের হাসপাতালে ভর্তি করেন।
আরও পড়ুন-বিধানসভায় বেনজির মন্তব্য, “তোমার ধর্ষণ হবে” জাহানারাকে বললেন তৃণমূল বিধায়ক
নিহত পড়ুয়াদের বয়স ৪-৫ বছর। সাংরুর থেকে ২০ কিলোমিটার দূরে লঙ্গোয়ালে ওই দুর্ঘটনা ঘটে। স্কুল থেকে ফেরার পথেই ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। জানা গিয়েছে সিমরান পাবলিক স্কুল নামে একটি বেসরকারি স্কুলের পড়ুয়াদের নিয়ে ফিরছিল বাসটি।
আরও পড়ুন-তৃণমূল কাউন্সিলরের ছেলেকে দেখতে SSKM-এ লকেট চট্টোপাধ্যায়
ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দার সিং। সংবাদমাধ্যমে তিনি বলেন, সাংরুরের ঘটনা অত্যন্তু দুর্ভাগ্যজনক। স্কুলবাসে আগুন লেগে ৪ পড়ুয়ার মৃত্যু হয়েছে। ডিসি ও সাংরুরের এসএসপি ঘটনাস্থলে গিয়েছেন। এনিয়ে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।