দেশ জুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, অন্ধ্র, তেলেঙ্গানায় মৃত ৪৩২
দেশ জুড়ে চলছে ভয়াবহ তাপপ্রবাহ। অন্ধ্র প্রদেশ এবং তেলেঙ্গানায় রবিবার পর্যন্ত ৪৩২জনের মৃত্যু হয়েছে। রাজস্থান থেকে ওড়িশা ভয়াবহ গরমে দেশবাসীর ওষ্ঠাগত প্রাণ।
ব্যুরো: দেশ জুড়ে চলছে ভয়াবহ তাপপ্রবাহ। অন্ধ্র প্রদেশ এবং তেলেঙ্গানায় রবিবার পর্যন্ত ৪৩২জনের মৃত্যু হয়েছে। রাজস্থান থেকে ওড়িশা ভয়াবহ গরমে দেশবাসীর ওষ্ঠাগত প্রাণ।
চাঁদি ফাঁটা রোদের দোসর শুকনো গরম হাওয়া। গোটা দেশ গত কয়েকদিনের ভয়াবহ গরমে অতিষ্ঠ। রাজস্থান-পাঞ্জাব, দিল্লি সব জায়গাতেই পারদ উর্দ্ধমুখী। ওড়িশার বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়েছে। হিট স্ট্রোকে মৃত্যুর সংখ্যা ২০ ছাড়িয়েছে।
তবে গরমে সব থেকে খারাপ অবস্থা দক্ষিণের দুই রাজ্য অন্ধ্র আর তেলেঙ্গানায়। গত কয়েক দিনে এই দুই রাজ্যে ৪০০-এর বেশি মানুষের গরমে মৃত্যু হয়েছে।
অন্ধ্রে এ পর্যন্ত সব থেকে বেশি মৃত্যুর খবর এসেছে প্রকাশম জেলা থেকে। রবিবার পর্যন্ত এই জেলায় ৫৭ জনের গরমে মৃত্যু হয়েছে।
তেলেঙ্গানার ১০টি জেলায় ১৮০ জনের বেশি মানুষ তাপপ্রবাহে প্রাণ হারিয়েছেন। রবিবার পর্যন্ত নালগোণ্ডাতেই ৫৫ জনের মৃত্যু হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর , মঙ্গলবার পর্যন্ত অন্ধ্রের আবহাওয়ার তেমন পরিবর্তন হবে না।