২৪ ঘণ্টার হাতে মুকুলের বিজেপিতে যোগদানের আবেদনপত্র

Updated By: Nov 4, 2017, 02:41 PM IST
২৪ ঘণ্টার হাতে মুকুলের বিজেপিতে যোগদানের আবেদনপত্র

নিজস্ব প্রতিবেদন: কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছিলেন। এবার তৃণমূল ছেড়ে যোগ দিলেন বিজেপিতে। পুজোর আগেই তৃণমূলের প্রাথমিক সদস্যপদ থেকে ছেড়ে দিয়েছিলেন মুকুল রায়। তার একমাস পরই সেই মুকুল ঘাসফুলের জার্সি ছেড়ে গেরুয়া জার্সিতে। বিজেপিতে যোগ দিয়ে নিলেন প্রাথমিক সদস্যপদ। ২৪ ঘণ্টার হাতে এসেছে মুকুলের সেই আবেদনপত্রের অংশবিশেষ।

রসিদে লেখা আছে, মুকুল রায়, প্রাক্তন মন্ত্রী। ঠিকানা- কলকাতা। স্বাক্ষর করেছেন দিল্লি বিজেপির সভাপতি মনোজ তিওয়ারি। দিল্লিতে যোগ দিয়েছেন বলেই আবেদনপত্রে স্বাক্ষর করেছেন দিল্লি বিজেপির সভাপতি।  

মুকুল রায়কে বিজেপি কী পদ দিতে পারে, তা নিয়ে জল্পনা চলছে। ঘনিষ্ঠমহলে মুকুল জানিয়েছেন, এব্যাপারে তাঁকে কোনও প্রতিশ্রুতি দেয়নি বিজেপি নেতৃত্ব। বিজেপি সূত্রের খবর, মুকুলকে সম্ভবত কেন্দ্রীয় পদ দেওয়া হবে। পাশাপাশি এরাজ্যের দায়িত্বও পেতে পারেন তিনি।

গুজরাট ও হিমাচল প্রদেশের ভোট নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ব্যস্ত থাকায় মুকুলের পদপ্রাপ্তির ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। শনিবার থেকেই গুজরাটে প্রচারে বেরিয়ে পড়ছেন অমিত শাহ। শুক্রবার অমিত দিল্লিতে থাকায় তড়িঘড়ি তাঁকে যোগদান করানো হয়েছিল বলে সূত্রের খবর। 

'গেরুয়া' মুকুলকে নিয়ে উত্সাহিত বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানান, মুকুল রায় অভিজ্ঞ রাজনীতিক। তিনি আসায় রাজ্য বিজেপির লাভ হবে। ১০ নভেম্বর ধর্মতলায় বিজেপির সভায় থাকবেন মুকুল রায়। বিজেপির মঞ্চ থেকে তিনি পুরনো দলের বিরুদ্ধে কী আক্রমণ শানান, সেদিকেই তাকিয়ে গোটা দেশ।      

আরও পড়ুন, দলে নিয়েও মুকুলের ছোঁয়াচ এড়ালেন অমিত শাহ?

.