দশকের দুর্দশা

আর্থিক বৃদ্ধির হারের গতি চিন্তায় রাখল কেন্দ্রীয় অর্থমন্ত্রককে। ২০১২-১৩ অর্থ বছরে বৃদ্ধির হার দাঁড়িয়েছে মাত্র পাঁচ শতাংশে। গত দশ বছরে এটাই দেশের সবচেয়ে কম আর্থিক বৃদ্ধির হার। ২০১২-১৩ অর্থ বছরের জানুয়ারি থেকে মার্চ এই শেষ তিনমাসে বৃদ্ধির হার দাঁড়িয়েছে মাত্র ৪.৮ শতাংশে।

Updated By: May 31, 2013, 04:38 PM IST

আর্থিক বৃদ্ধির হারের গতি চিন্তায় রাখল কেন্দ্রীয় অর্থমন্ত্রককে। ২০১২-১৩ অর্থ বছরে বৃদ্ধির হার দাঁড়িয়েছে মাত্র পাঁচ শতাংশে। গত দশ বছরে এটাই দেশের সবচেয়ে কম আর্থিক বৃদ্ধির হার। ২০১২-১৩ অর্থ বছরের জানুয়ারি থেকে মার্চ এই শেষ তিনমাসে বৃদ্ধির হার দাঁড়িয়েছে মাত্র ৪.৮ শতাংশে।
কৃষিক্ষেত্রে উন্নয়নের হার বছরের বাকি সময়ের মত এই তিনমাসেও অত্যন্ত খারাপ। মাত্র ১.৪ শতাংশ হারে কৃষিক্ষেত্রের আর্থিক বৃদ্ধি হয়েছে। শিল্পক্ষেত্রে বৃদ্ধির হার দাঁড়িয়েছে ২.৬ শতাংশ।
আর্থিক বৃদ্ধির এই করুণ দশা প্রভাব ফেলেছে মুম্বই শেয়ার বাজারেও। এদিন ২৩০.৭৩ পয়েন্ট পরে শেয়ার বাজার বন্ধ হয় ১৯,৯৮৪ পয়েন্টে।

Tags:
.