বিক্রি ধুম বাজারে, সেনসেক্স পড়ল ৫০০ পয়েন্ট, ৩ বছরে সর্বাধিক পতন এসবিআইয়ের

বম্বে স্টক এক্সচেঞ্জের ১৭০০ বেশি শেয়ার মুখ থুবড়ে পড়ে। মাত্র ৬৭২টি শেয়ার মাথা তুলে দাঁড়াতে পেরেছে। এ দিন ব্যাঙ্ক নিফটির পতন হয় ৬০০ পয়েন্ট

Updated By: Sep 25, 2019, 04:14 PM IST
বিক্রি ধুম বাজারে, সেনসেক্স পড়ল ৫০০ পয়েন্ট, ৩ বছরে সর্বাধিক পতন এসবিআইয়ের
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: পরপর দু’দিন বাজারের উত্থানের পর গতকাল এবং আজ টানা ‘প্রফিট বুকিং’ চলল। যার জেরে আজও ৫০০ পয়েন্ট পড়ল সেনসেক্স সূচক। নিফটি ১৪৮ পয়েন্ট পড়ে দাঁড়াল ১১,৪৪০ অঙ্কে।

শেয়ার বিশেজ্ঞরা বলছেন, স্বাভাবিক নিয়মেই বাজারে পতন দেখা গেল। গত শুক্রবার এবং সোমবার মোট ৩ হাজার পয়েন্ট বৃদ্ধি পায় সেনসেক্স। এ বার বিক্রির ধুম পড়েছে লগ্নিকারীদের। তবে, বিশ্বের মন্দা পরিস্থিতিও প্রভাব পড়েছে দাবি বিশেষজ্ঞদের। এ দিনও এশীয় বাজারে ঝিমুনি লক্ষ্য করা যায়।

আরও পড়ুন- গ্রেফতার হতেই ধর্ষণে অভিযুক্ত চিন্ময়ানন্দের সদস্য পদ খারিজ করল বিজেপি

বম্বে স্টক এক্সচেঞ্জের ১৭০০ বেশি শেয়ার মুখ থুবড়ে পড়ে। মাত্র ৬৭২টি শেয়ার মাথা তুলে দাঁড়াতে পেরেছে। এ দিন ব্যাঙ্ক নিফটির পতন হয় ৬০০ পয়েন্ট। উল্লেখযোগ্য ভাবে পতন হয়েছে স্টেট ব্যাঙ্কের শেয়ার দর। গত ৩ বছরে একদিনে সর্বাধিক পতন হয় এসবিআই শেয়ারের। ৭.৩৯ শতাংশ পতন হয় এসবিআইয়ের। টাটা মোটর, মারুতি সুজকি, ইয়েস ব্যাঙ্ক, হিন্ডালকো, সিপলা-সহ একাধিক শেয়ার প্রায় ৭ শতাংশ পর্যন্ত পতন লক্ষ্য করা গেছে।  

.