রেকর্ড সূচক সেনসেক্সের

নতুন রেকর্ড মুম্বই শেয়ার বাজারের। আজ বাজার খোলার সঙ্গে সঙ্গে ১৪১.৭২ পয়েন্ট উঠে সর্বকালীন রেকর্ড গড়ল সেনসেক্স। সেনসেক্স ছুঁয়েছে ২৮ হাজার ৫১ পয়েন্ট। শেয়ারসূচক নিফটিও পৌঁছেছে ৮ হাজার ৩৯৮ পয়েন্টে। ব্লু চিপ কোম্পানিগুলির আয় বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ, এশিয়ার শেয়ার বাজারের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক বাজারগুলি চাঙ্গা থাকার কারণে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার।  

Updated By: Nov 12, 2014, 12:07 PM IST
রেকর্ড সূচক সেনসেক্সের

মুম্বই: নতুন রেকর্ড মুম্বই শেয়ার বাজারের। আজ বাজার খোলার সঙ্গে সঙ্গে ১৪১.৭২ পয়েন্ট উঠে সর্বকালীন রেকর্ড গড়ল সেনসেক্স। সেনসেক্স ছুঁয়েছে ২৮ হাজার ৫১ পয়েন্ট। শেয়ারসূচক নিফটিও পৌঁছেছে ৮ হাজার ৩৯৮ পয়েন্টে। ব্লু চিপ কোম্পানিগুলির আয় বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ, এশিয়ার শেয়ার বাজারের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক বাজারগুলি চাঙ্গা থাকার কারণে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার।  

৭৮ পয়েন্ট এগিয়ে ICIC ব্যাঙ্ক। ITC, HDFC, RIL, SBI ও অনেকটাই উর্ধমুখী।

ব্রোকারদের মত অনুযায়ী, বিদেশী বিনিয়োগকারীদের উৎসাহই এই উর্ধমুখী সূচকের কারণ। অনেকে বলছেন নরেন্দ্র মোদী সরকারের অর্থনৈতিক সংস্কারের ফলে সেনসেক্স সূচক গতিতে ফিরল।

 

.