৭টি বাচ্চার ট্রেনের সামনে এমন ঝাঁপিয়ে পড়া দেখে গোটা দেশ চমকে গিয়েছে!
এই ভিডিওটা আগে দেখুন। এটা নিয়ে যত কম বলা যায় ততই ভালো। কারণ, সমাজটা এখন কোন পথে এগিয়ে গিয়েছে, সেটা বোঝা যাবে ভিডিওর এক ঝলকেই। ছবিটা আজ থেকে মাত্র দুদিনের আগে। জায়গাটি গাজিয়াবাদ। সেখানেই একটি ব্রিজের উপর দাঁড়িয়েছিল ৭ টি বাচ্চা। আর দ্রুতগতিতে আসছে ট্রেন। যেই ট্রেনটি কাছে এলো। অমনি বাচ্চারা ঝাঁপিয়ে পড়ল জলের মধ্যে। সামান্য একটু সময়ের হেরফের হলেই অনিবার্য মৃত্যু।
![৭টি বাচ্চার ট্রেনের সামনে এমন ঝাঁপিয়ে পড়া দেখে গোটা দেশ চমকে গিয়েছে! ৭টি বাচ্চার ট্রেনের সামনে এমন ঝাঁপিয়ে পড়া দেখে গোটা দেশ চমকে গিয়েছে!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/07/18/60938-gajiabad18-7-16.jpg)
ওয়েব ডেস্ক: এই ভিডিওটা আগে দেখুন। এটা নিয়ে যত কম বলা যায় ততই ভালো। কারণ, সমাজটা এখন কোন পথে এগিয়ে গিয়েছে, সেটা বোঝা যাবে ভিডিওর এক ঝলকেই। ছবিটা আজ থেকে মাত্র দুদিনের আগে। জায়গাটি গাজিয়াবাদ। সেখানেই একটি ব্রিজের উপর দাঁড়িয়েছিল ৭ টি বাচ্চা। আর দ্রুতগতিতে আসছে ট্রেন। যেই ট্রেনটি কাছে এলো। অমনি বাচ্চারা ঝাঁপিয়ে পড়ল জলের মধ্যে। সামান্য একটু সময়ের হেরফের হলেই অনিবার্য মৃত্যু।
আরও পড়ুন বিশ্বজুড়ে পাড়ায় পাড়ায় জঙ্গিদাদের কোচিং সেন্টার চলছে!
ওই বাচ্চারা ভাবছে, এটা বোধহয় কোনও স্টান্ট কিংবা দুঃসাহসিক কাজ নয়। এটা আসলে, অপরাধ। এটাই বোঝাতে হবে ওই বাচ্চাদের। কিন্তু ওই গ্রামের মানুষের দাবি যে, এখানে বাচ্চারা এমনটাই করে থাকে। কিন্তু কোনও অভিভাবকই কিছু বলে না। এবার দেখেই নিন, ভিডিওটা।
আরও পড়ুন ভূতের সঙ্গে কথা বলছেন 'প্যারানর্মাল ইনভেসটিগেটর' গৌরব তিওয়ারি! (ভিডিও)