উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত ৭

পথ দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ৭ জনের। আহত আরও ৬ জন। তাদের চিকিত্‍সার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জনপুর এলাকায়।

Updated By: Dec 11, 2016, 04:00 PM IST
উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত ৭

ওয়েব ডেস্ক : পথ দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ৭ জনের। আহত আরও ৬ জন। তাদের চিকিত্‍সার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জনপুর এলাকায়।

আরও পড়ুন- আবারও ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরপূর্ব ভারতের বিশাল এলাকা!

জানা গেছে, একটি রেলওয়ে লেভেল ক্রসিংয়ের সামনে হঠাত্‍ বাস ও জিপের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭ জনের। আহত হয়েছেন আরও ৬ জন। দুর্ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে আসে পুলিস। স্তানীয় বাসিন্দাদের সাহাজ্য উদ্ধার করা হয় আহতদের। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের চিকিত্‍সার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক ভানুচন্দ্র গোষ্মামী।

.