কোকরাঝাড়ে অবরোধ, আটকে একাধিক দূরপাল্লার ট্রেন

Updated By: Oct 10, 2017, 11:58 AM IST
কোকরাঝাড়ে অবরোধ,  আটকে একাধিক দূরপাল্লার ট্রেন

ওয়েব ডেস্ক:  অসমের কোকরাঝাড়ে ট্রেন অবরোধের জেরে উত্তর-পূর্ব ভারতে ট্রেন চলাচলে ব্যাপক প্রভাব পড়েছে। বিভিন্ন স্টেশনে আটকে রয়েছে ২০ টি দূরপাল্লার ট্রেন। ভোগান্তিতে কয়েক হাজার যাত্রী। বাতিল করা হয়েছে ১০ টি ট্রেন।

বোরোল্যান্ডের দাবিতে মঙ্গলবার সকাল পাঁচটা থেকে কোকরাঝাড়ে অবরোধ করে অল আসাম বোরো স্টুডেন্টস ইউনিয়নের সদস্যরা। ১২ ঘণ্টা ধরে এই অবরোধের জেরে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে।

গুয়াহাটিগামী সরাইঘাট এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে নিউ আলিপুরদুয়ার স্টেশনে

ডিব্রুগড়গামী কামরূপ এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে লামডিঙে

শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে রোঙ্গিয়া স্টেশনে

হাওড়াগামী কামরূপ এক্সপ্রেস আটকে রয়েছে কাটিহারে

.