নির্যাতিতার বন্ধুদের সঙ্গে কথা ও তেজপালকে জেরা পুলিসের
তেহলকাকাণ্ডে নির্যাতিতা সাংবাদিকের বন্ধুদের জিজ্ঞাসাবাদ শুরু করল পুলিস। তেহলকা পত্রিকার মুখ্য সম্পাদক তরুণ তেজপালের বিরুদ্ধে ওই মহিলা সাংবাদিককে যৌন নির্যাতন করার অভিযোগ ওঠে। পুলিস জানতে পেরেছে, ঘটনার পর নির্যাতিতা তাঁর বন্ধুদেরই বিষয়টা জানায়।
তেহলকাকাণ্ডে নির্যাতিতা সাংবাদিকের বন্ধুদের জিজ্ঞাসাবাদ শুরু করল পুলিস। তেহলকা পত্রিকার মুখ্য সম্পাদক তরুণ তেজপালের বিরুদ্ধে ওই মহিলা সাংবাদিককে যৌন নির্যাতন করার অভিযোগ ওঠে। পুলিস জানতে পেরেছে, ঘটনার পর নির্যাতিতা তাঁর বন্ধুদেরই বিষয়টা জানায়।
রবিবার তেজপালকে জেরা করবে গোয়া পুলিস। সেইসঙ্গে নির্যাতিতা সাংবাদিকের বয়ানও নেবে পুলিস। গতকাল দিল্লি পুলিসকে সঙ্গে নিয়ে গোয়া পুলিসের বিশেষ দলটি সোমা চৌধুরীকে একদফা জেরা করে। সংস্থার ম্যানেজিং এডিটরকে টানা জেরা করার পর, বেশ কিছু নথি, ল্যাপটপ, আইপ্যাড বাজেয়াপ্ত করে পুলিস।
তেজপাল ও সোমা চৌধুরীর মধ্যে যে মেল পাঠানো হয়, সেগুলিও খতিয়ে দেখে পুলিস। তদন্তে প্রমাণ হিসাবে ওই মেলগুলি কাজে আসবে বলে মনে করা হচ্ছে। শনিবারই এই কাণ্ডে চাঞ্চল্যকর মোড় নেয়। নির্যাতিতা অভিযোগ করেন, তাঁর ওপর চাপ খাটানো হচ্ছে। একটি বিবৃতি জারি করে তিনি অভিযোগ করেন, তরুণ তেজপালের লোক তাঁর পরিবারের সঙ্গে দেখা করে আইনি প্রক্রিয়া সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছে। মামলা তুলে নেওয়ার কথাও বলা হয় বলে অভিযোগ করেছেন নির্যাতিতা।
মহিলা সাংসবাদিকের আরও অভিযোগ, "আমার পরিবারের ওপর মানসিক চাপ বাড়ানো হচ্ছে।" ভবিষ্যতে তাঁকে আরও হেনস্থার শিকার হতে হবে বলে আশঙ্কা করছেন তিনি। অবশ্য তেজপালকে আড়াল করার চেষ্টাই চালিয়ে গিয়েছেন সোমা চৌধুরী। শনিবার চাপে পড়ে বলেছেন, তদন্তে পুলিসকে সবরকম সহযোগিতা করবেন তিনি। কিন্তু যাঁকে ঘিরে এত বিতর্ক সেই তরুণ তেজপাল ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে ছ-মাসের ছুটিতে চলে গিয়েছেন। সেখানেই উঠেছে প্রশ্ন। নিজের শাস্তি কি নিজেই ঠিক করবেন তরুণ তেজপাল? পুলিসে এখনও অভিযোগ জানাননি নিগৃহীতা মহিলা। জাতীয় মহিলা কমিশন অবশ্য বলছে, এটা কোনও সমস্যাই নয়।