মধ্যপ্রদেশের হাইকোর্টের বিচারপতির বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ অন্য মহিলা বিচারপতির

মধ্যপ্রদেশ হাইকোর্টের এক বিচারপতির বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনলেন অন্য এক মহিলা বিচারক। গোয়ালিয়রের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের মহিলা বিচারকের অভিযোগ, হাইকোর্টের ওই বিচারপতি তাঁকে বাড়িতে ডেকে পাঠান এবং বলিউডের একটি আইটেম গানের সঙ্গে নাচতে বলেন। অস্বীকার করায় তাঁর বিরুদ্ধে শাস্তিমুল ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ওই বিচারক।

Updated By: Aug 5, 2014, 09:26 AM IST
মধ্যপ্রদেশের হাইকোর্টের বিচারপতির বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ অন্য মহিলা বিচারপতির

ব্যুরো রিপোর্ট:মধ্যপ্রদেশ হাইকোর্টের এক বিচারপতির বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনলেন অন্য এক মহিলা বিচারক। গোয়ালিয়রের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের মহিলা বিচারকের অভিযোগ, হাইকোর্টের ওই বিচারপতি তাঁকে বাড়িতে ডেকে পাঠান এবং বলিউডের একটি আইটেম গানের সঙ্গে নাচতে বলেন। অস্বীকার করায় তাঁর বিরুদ্ধে শাস্তিমুল ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ওই বিচারক।

ঘটনার কয়েকদিন পরই ওই মহিলা বিচারককে প্রত্যন্ত এলাকায় বদলি করে দেওয়া হয়। বিষয়টি মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতিকে লিখিত ভাবে জানান। কিন্তু মহিলা বিচারকের অভিযোগ, প্রধান বিচারপতি তাঁর অভিযোগ নিতে অস্বীকার করেন। এমনকি তাঁর সঙ্গেও দেখা করতেও চাননি। কোনও উপায় না থাকায় এরপরই পদত্যাগ করেন ওই মহিলা বিচারক। সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পরই সক্রিয় হয় সুপ্রিম কোর্টের বিচারক মহল ও আইনজীবীরা। সকলেই মধ্যপ্রদেশ হাইকোর্টের অভিযুক্ত বিচারপতির বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছেন। সেইসঙ্গে মধ্যপ্রদেশ হাইকোর্ট যাতে ওই মহিলা বিচারকের পদত্যাগপত্র গ্রহণ না করে, সেই দাবিও জানানো হয়েছে। যদিও অভিযুক্ত বিচারপতি তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে বলেন, নিজেকে নির্দোষ প্রমাণ করতে তিনি যে কোনও তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত।

.