এসএফআইয়ের সর্বভারতীয় সম্মেলনে নতুন দিশা রাজস্থানের

পশ্চিমবঙ্গ কিংবা কেরালার মতো কখনওই দলীয় শীর্ষ নেতৃত্বের কাছে বিশেষ আশাপ্রদ জায়গা দখল করতে পারেনি রাজস্থান। কিন্তু সেই রাজস্থানের নামই এসএফআইয়ের ১৪তম সর্বভারতীয় কনফারেন্সে নেতাদের মুখে মুখে। কারণ আগের কনফারেন্সের তুলনায় এবারের কনফারেন্সে রাজস্থানের সদস্য সংখ্যা বেড়েছে প্রায় কুড়ি হাজার।

Updated By: Sep 5, 2012, 11:07 AM IST

পশ্চিমবঙ্গ কিংবা কেরালার মতো কখনওই দলীয় শীর্ষ নেতৃত্বের কাছে বিশেষ আশাপ্রদ জায়গা দখল করতে পারেনি রাজস্থান। কিন্তু সেই রাজস্থানের নামই এসএফআইয়ের ১৪তম সর্বভারতীয় কনফারেন্সে নেতাদের মুখে মুখে। কারণ আগের কনফারেন্সের তুলনায় এবারের কনফারেন্সে রাজস্থানের সদস্য সংখ্যা বেড়েছে প্রায় কুড়ি হাজার।
রাজস্থানে বরাবরই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে দাপট দেখিয়ে এসেছে বিজেপি বা কংগ্রেসের ছাত্র সংগঠন। সেই জায়গায় দাঁড়িয়ে এবার ৮৮টি কলেজের নির্বাচনে লড়ে ৪৮টি কলেজেই ছাত্র সংসদ দখল করেছে এসএফআই। শুধু তাই নয়। যোধপুরের জয় নারায়ণ ব্যাস বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদও এই মুহূর্তে এসএফআইয়ের দখলে। এসএফআইয়ের ১৩তম সর্বভারতীয় কনফারেন্সের সময় রাজস্থানে এসএফআইয়ের সদস্য সংখ্যা ছিল প্রায় ৪৭ হাজার। আর ১৪তম সম্মেলনের সময় সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ হাজার। কী কারণে রাজস্থানে এসএফআইয়ের এই বাড়বাড়ন্ত?
রাজস্থানের রাজ্য সভাপতি আবিদ হুসেন এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন রাজ্য সরকারের ছাত্র বিরোধি নীতির বিরুদ্ধে লাগাতার আন্দোলন করেছে এসএফআই। এর ফলেই ছাত্র ছাত্রীরা এসএফআই-এর ছাতার তলায় সংগঠিত হয়েছেন।
মাদুরাইতে ১৪তম কনফারেন্সে এবছর প্রায় সকলের মুখেই রাজস্থানে সংগঠনের সদস্য সংখ্যা বৃদ্ধির কথা।

.