সন্তানের মূল্য ৬২ টাকা!

অভাবের তাড়নায় ৪ মাসের সন্তানকে বাষট্টি টাকায় বিক্রি করলেন মা। বিহারের নেপাল সংলগ্ন জেলা আরারিয়ার এই ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার, ফরবিশগঞ্জ স্টেশনে মাত্র ৬২ টাকার বিনিময়ে শান্নু খাতুন নামে বছর ৩৫-এর ওই মহিলা এক নেপালি দম্পতির হাতে নিজের সন্তানকে তুলে দেন বলে অভিযোগ।

Updated By: Jul 15, 2012, 04:40 PM IST

অভাবের তাড়নায় ৪ মাসের সন্তানকে বাষট্টি টাকায় বিক্রি করলেন মা। বিহারের নেপাল সংলগ্ন  জেলা আরারিয়ার এই ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার, ফরবিশগঞ্জ স্টেশনে মাত্র ৬২ টাকার বিনিময়ে শান্নু খাতুন নামে বছর ৩৫-এর ওই মহিলা এক নেপালি দম্পতির হাতে নিজের সন্তানকে তুলে দেন বলে অভিযোগ। অক্ষম স্বামী ও অন্য তিন সন্তানকে বাঁচাতেই স্বেচ্ছায় এ কাজ করেছেন বলে জানিয়েছেন তিনি। তবে, টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন ওই মহিলা।
ফরবিশগঞ্জ স্টেশনে আরপিএফের সাব-ইন্সপেক্টর সৈয়দ এহসান আলির দাবি, শান্নু খাতুন তাঁর সন্তানকে বিক্রি করেননি। নেপালি দম্পতিকে তিনি সন্তান দান করেছেন। তবে, শান্নু খাতুনের মেয়ে ৮ বছরের শাবিনা জানিয়েছে, তাঁর ভাই শামিমকে ১০০ নেপালি টাকার বিনিময়ে বিক্রি করেছেন তার মা। পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। শিশুটিকে ফেরত পেতে নেপাল সরকারের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।       

.