কেরল রাজ্যপালের পদ ছাড়লেন শীলা দীক্ষিত
মোটে মাস সাতেক হয়েছিল। পদে থাকতে পারলেন না শীলা দীক্ষিত। কেরল রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিলেন দীক্ষিত। গতকালই স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করেছিলেন তিনি।
নয়াদিল্লি: মোটে মাস সাতেক হয়েছিল। পদে থাকতে পারলেন না শীলা দীক্ষিত। কেরল রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিলেন দীক্ষিত। গতকালই স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করেছিলেন তিনি।
মে মাসে ক্ষময়াত আসে বিজেপি সরকার। ক্ষমতায় আসার পর থেকে বিজেপি সিদ্ধান্ত নেয় আগের সরকারের নিয়োগ করা ডজন খানেক রাজ্যপালকে সরানো হবে। শীলা দীক্ষিত সহ ৭ রাজ্যপালকে সেই তালিকায় আনা হয়। এর জেরেই তাঁরা পদত্যাগ করেন বলে মত রাজনৈতিক মহলের।
উত্তরাখণ্ড রাজ্যপাল আজিজ কুরেশি সুপ্রিম কোর্টের দরাজায় কড়া নাড়েন। রাজ্যপালের বদলি রাষ্ট্রপতির হাতে। কন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে সওয়াল করেন তিনি। পদত্যাগের পর দিল্লিতে ফিরে আসবেন শীলা দীক্ষিত। সেখানে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে সাংগঠনিক কাজে যোগ দেবেন তিনি।