কিশোরীকে লাগাতার ধর্ষণের অভিযোগে গ্রেফতার শিবসেনার বর্ষীয়ান ডেপুটি প্রেসিডেন্ট

বহু মাস ধরে লাগাতার ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন শিবসেনার বর্ষীয়ান ডেপুটি প্রেসিডেন্ট বাসুদেব নামবিয়ার।  

Updated By: Sep 6, 2014, 04:30 PM IST
কিশোরীকে লাগাতার ধর্ষণের অভিযোগে গ্রেফতার শিবসেনার বর্ষীয়ান ডেপুটি প্রেসিডেন্ট

মুম্বই: বহু মাস ধরে লাগাতার ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন শিবসেনার বর্ষীয়ান ডেপুটি প্রেসিডেন্ট বাসুদেব নামবিয়ার।  

পুলিস সূত্রে খবর নিগৃহীতা কিশোরী নির্ধারিত সময়ের আগেই স্থানীয় এক হাসপাতালে একটি শিশুর জন্ম দেওয়ার পর ঘটনাটি প্রকাশ্যে আসে। মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় গত জানুয়ারি মাস থেকে তাকে লাগাতার ধর্ষণ করে চলেছে নামবিয়ার।

অভিযুক্ত নামবিয়ার মন্দিরে নিয়ে যাওয়ার নাম করে বহুবার নিগৃহীতা কিশোরীকে বাড়ি থেকে বাড় করে আনে। অভিযোগ থানের কাছে একটি স্থানে তাকে ধর্ষণ করে নামবিয়ার।

নিগৃহীতা জানিয়েছে এই বিষয়ে কাউকে কিছু জানালে ফলাফল ভাল হবে না বলে তাকে হুমকি দিয়েছিল শিবসেনার ডেপুটি প্রেসিডেন্ট।

মেয়েটি গর্ভবতী হয়ে যাওয়ার পর তার বাবা-মা ঘটনাটি জানতে পারে। নামবিয়ার বিরুদ্ধে ভারতীয় পিনাল কোডের ৩৭৬ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত নামবিয়ার পুলিসে হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

 

.