মাটির দশ ফিট নিচে পুঁতে দেব, মাফিয়াদের নজিরবিহীন হুঁশিয়ারি Shivraj Singh chouhan-এর
সাম্প্রতিককালে কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী মাফিয়াদের উদ্দেশ্যে এমন আক্রমণাত্মক ভঙ্গিতে হুঁশিয়ারি দেননি।
নিজস্ব প্রতিবেদন- মাফিয়াদের অবিলম্বে তাঁর রাজ্য ছাড়তে হবে। মধ্যপ্রদেশে মাফিয়াদের কোনও জায়গা নেই। রাজ্য না ছাড়লে মাফিয়াদের কী পরিনতি হবে, তা প্রকাশ্যে সবাইকে জানিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মাফিয়াদের উদ্দেশ্যে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ''আমি এখন মাফিয়াদের জন্য রাজ্যের একটি মানুষকেও ভুগতে দেব না। মাফিয়াদের মধ্যপ্রদেশ ছেড়ে পালাতে হবে। না হলে মাটির দশ ফিট নিচে পুঁতে দেব। কেউ তাদের দেহ খুঁজে পাবে না।''
সাম্প্রতিককালে কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী মাফিয়াদের উদ্দেশ্যে এমন আক্রমণাত্মক ভঙ্গিতে হুঁশিয়ারি দেননি। শিবরাজ সিং চৌহান বলেছেন, ''বেআইনি কাজের সঙ্গে যুক্ত তাদের কাউকে রেয়াত করা হবে না। মাফিয়াদের বলে রাখছি, মধ্যপ্রদেশ ছাড়তে হবে। প্রশাসন এই রাজ্যের একটি মানুষকেও ভুগতে দেবে না মাফিয়াদের জন্য। কাউকে বিপদে পড়তে দেব না আমরা। এই সরকার শুরুর দিন থেকেই বলে আসছে, মধ্যপ্রদেশে মাফিয়ারাজের শেষ হবে। আমরা সেটা করে দেখাব। মধ্য প্রদেশের বর্তমান সরকার কিন্তু মাফিয়াদের ছেড়ে কথা বলবে না।''
আরও পড়ুন- জম্মু ও কাশ্মীরে Ayushman Bharat প্রকল্পের সূচনা অনুষ্ঠানেও বাংলাকে খোঁচা মোদীর
মধ্যপ্রদেশের বহু জেলায় মাদক পাচারের একাধিক ঘটনা সামনে এসেছে গত কয়েক মাসে। একের পর এক বেআইনি ঘটনা রাজ্য প্রশাসনকে অস্বস্তিতে ফেলেছে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার হিমশিম খাচ্ছে। একদিকে পাচারকারীদের দাপাদাপি, অন্যদিকে লাভ জিহাদের বাড়বাড়ন্ত, সব মিলিয়ে মধ্যপ্রদেশে বেশ চাপের মুখেই ছিল বিজেপি সরকার। তবে শিবরাজ সিং চৌহানের মুখে বারাবারই বেআইনি কাজের সঙ্গে যুক্ত মাফিয়াদের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা শোনা গিয়েছে। তিনি এর আগেও বলেছিলেন আইন মেনে চলা মানুষদের জন্য মধ্যপ্রদেশের সরকার সবরকম সহায়তা করবে। কিন্তু তার রাজ্যে বেআইনি কাজে য়ুক্ত ব্যক্তিদের জন্য কোনও ক্ষমা নেই।