মুম্বই পুর নিগমের নিষেধ অগ্রাহ্য করে মাংস বিক্রির উদ্যোগ নিল শিবসেনা ও এমএনএস

মুম্বইয়ে পুর নিগমের নিষেধাজ্ঞা ভেঙে মুরগির মাংস বিক্রির উদ্যোগ নিল এমএনএস ও শিবসেনা। আজ সকালে দওই দুই দলের তরফেই দাদারের বাজারে মাংস বিক্রির স্টল খোলা হয় এমনএনস এবং সেনা কর্মীরা নিষেধাজ্ঞার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। যদিও কিছুক্ষণ পরই তাদের আটক করে পুলিস। মহারাষ্ট্রে জৈনদের উত্সেব চলাকালীন চারদিন মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মুম্বইয়ের পুর নিগম। আজই সেই নিষেধাজ্ঞার প্রথম দিন। বর্তমানে মুম্বই পুরনিগমে ক্ষমতায় রয়েছে বিজেপি এবং শিবসেনা জোট। সিদ্ধান্তের বিরোধিতায় সরব ছিল এমএনএস। নিষেধাজ্ঞার বিরুদ্ধে সরব হয় বিজেপির জোটসঙ্গী শিবসেনাও।

Updated By: Sep 10, 2015, 09:07 PM IST
মুম্বই পুর নিগমের নিষেধ অগ্রাহ্য করে মাংস বিক্রির উদ্যোগ নিল শিবসেনা ও এমএনএস

ব্যুরো: মুম্বইয়ে পুর নিগমের নিষেধাজ্ঞা ভেঙে মুরগির মাংস বিক্রির উদ্যোগ নিল এমএনএস ও শিবসেনা। আজ সকালে দওই দুই দলের তরফেই দাদারের বাজারে মাংস বিক্রির স্টল খোলা হয় এমনএনস এবং সেনা কর্মীরা নিষেধাজ্ঞার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। যদিও কিছুক্ষণ পরই তাদের আটক করে পুলিস। মহারাষ্ট্রে জৈনদের উত্সেব চলাকালীন চারদিন মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মুম্বইয়ের পুর নিগম। আজই সেই নিষেধাজ্ঞার প্রথম দিন। বর্তমানে মুম্বই পুরনিগমে ক্ষমতায় রয়েছে বিজেপি এবং শিবসেনা জোট। সিদ্ধান্তের বিরোধিতায় সরব ছিল এমএনএস। নিষেধাজ্ঞার বিরুদ্ধে সরব হয় বিজেপির জোটসঙ্গী শিবসেনাও।

.