আকাঙ্ক্ষা হত্যার তদন্তে চাঞ্চল্যকর মোড়
আকাঙ্ক্ষা হত্যার তদন্তে চাঞ্চল্যকর মোড়। স্ত্রীর আগে নিজের বাবা-মাকেও একইভাবে খুন করে উদয়ন দাস। তারপর ছত্তিসগড়ের রায়পুরে নিজেদের পৈতৃক বাড়ির বাগানে দুজনের দেহ পুঁতে দেয়। উদয়ন নিজেই একথা স্বীকার করেছে বলে দাবি ভোপাল পুলিসের। বৃহস্পতিবার ভোপালের সাকেতনগরে উদয়নের বাড়িতে উদ্ধার হয় বাঁকুড়ার বাসিন্দা আকাঙ্ক্ষা শর্মার দেহ। আকাঙ্ক্ষাকে খুন করে ঘরের মধ্যেই পুঁতে ফেলার কথা স্বীকার করে স্বামী উদয়ন। ভোপাল পুলিসের দাবি, উদয়নের মানসিক বিকৃতি রয়েছে। তাই তার স্বীকারোক্তির সত্যতাও খতিয়ে দেখা হচ্ছে।
ওয়েব ডেস্ক: আকাঙ্ক্ষা হত্যার তদন্তে চাঞ্চল্যকর মোড়। স্ত্রীর আগে নিজের বাবা-মাকেও একইভাবে খুন করে উদয়ন দাস। তারপর ছত্তিসগড়ের রায়পুরে নিজেদের পৈতৃক বাড়ির বাগানে দুজনের দেহ পুঁতে দেয়। উদয়ন নিজেই একথা স্বীকার করেছে বলে দাবি ভোপাল পুলিসের। বৃহস্পতিবার ভোপালের সাকেতনগরে উদয়নের বাড়িতে উদ্ধার হয় বাঁকুড়ার বাসিন্দা আকাঙ্ক্ষা শর্মার দেহ। আকাঙ্ক্ষাকে খুন করে ঘরের মধ্যেই পুঁতে ফেলার কথা স্বীকার করে স্বামী উদয়ন। ভোপাল পুলিসের দাবি, উদয়নের মানসিক বিকৃতি রয়েছে। তাই তার স্বীকারোক্তির সত্যতাও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন কালো টাকার হদিশ পেতে অস্বাভাবিক লেনদেনগুলি খতিয়ে দেখছে কেন্দ্র
আরও পড়ুন সোশ্যাল মিডিয়া আদৌ বন্ধুত্ব-সম্পর্কের হাতছানি? নাকি প্রতারণার জাল?