ধর্ষিতা ও স্বামী ছাড়া অন্য কারোর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারীদের ফাঁসি হওয়া উচিৎ, মন্তব্য আবু আজমির
সমাজে মহিলাদের সমানাধিকার নিয়ে যখন সারা দেশে আন্দোলনের বীজ বপন হচ্ছে ঠিক সেই সময়ই ধর্ষণ নিয়ে মুলায়ম সিং যাদবের জুতোতেই পা গলালেন মহারাষ্ট্রের সমাজবাদী দলের প্রধান আবু আজমি। তবে দলের সুপ্রিমোর থেকে আরও কয়েক ধাপ এগিয়ে গেলেন তিনি। জানালেন ধর্ষিতদেরও কঠোর শাস্তি হওয়া উচিৎ।
সমাজে মহিলাদের সমানাধিকার নিয়ে যখন সারা দেশে আন্দোলনের বীজ বপন হচ্ছে ঠিক সেই সময়ই ধর্ষণ নিয়ে মুলায়ম সিং যাদবের জুতোতেই পা গলালেন মহারাষ্ট্রের সমাজবাদী দলের প্রধান আবু আজমি। তবে দলের সুপ্রিমোর থেকে আরও কয়েক ধাপ এগিয়ে গেলেন তিনি। জানালেন ধর্ষিতদেরও কঠোর শাস্তি হওয়া উচিৎ।
গতকাল উত্তরপ্রদেশের একটি জনসভায় ধর্ষণ প্রসঙ্গে মুলায়ম সিং যাদব বলেছিলেন ``ছেলেরা এই রকম ছোট খাট ভুলেই করেই ফেলে? তাই বলে কি তাদের ফাঁসি দিতে হবে নাকি?``
আজ আজমির কাছে পার্টি চিফের এই মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন ``ইসলাম ধর্মে ধর্ষণের শাস্তি ফাঁসি। কিন্তু শুধু মাত্র পুরুষরাই শাস্তি পায়। ধর্ষণের ঘটনায় ধর্ষিত মহিলারাও সমান দোষী।``
ধর্ষণ বন্ধ করার `চমৎকার` উপায়ও বাতলেছেন তিনি। তাঁর মতে ``কোনও মহিলা, বিবাহিত বা অবিবাহিত, কোনও পুরুষের (স্বামী ব্যাতিত) সঙ্গে সম্মতি ক্রমে অথবা অসম্মতিতে যৌন স্বংসর্গে যান সেক্ষেত্রে তার ফাঁসি হওয়া উচিৎ।``
তবে মুলায়ম সিংকে আড়াল করতে ভোলেননি আবু আজমি। মুলায়ম প্রসঙ্গে তাঁর মন্তব্য ``কোন পরিপ্রেক্ষিতে উনি এই মন্তব্য করেছেন সেটাই দেখার। অনেক সময় ভুল লোক অকারণে শাস্তি পায়। উত্তেজনার বসে অনেক সময় ছেলেরা এই রকম করে ফেলে। তবে য়ামি ইসলাম বিরোধী কোনও মন্তব্য করব না।``