সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল হন, প্রধানমন্ত্রীকে অনুরোধ সুপ্রিম কোর্টের বিচারপতির
সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল হওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি কুরিয়ান জোসেফ।
ওয়েব ডেস্ক: সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল হওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি কুরিয়ান জোসেফ।
গুড ফ্রাইডের দিন বিচারপতিদের সম্মেলন ডাকায় ক্ষুব্ধ হয়েছেন তিনি। এ নিয়ে প্রধান বিচারপতিকেও চিঠি দিয়েছিলেন তিনি।
তারপর চিঠি দিলেন প্রধানমন্ত্রীকেও। আজ সম্মেলনের শেষ দিনে প্রধানমন্ত্রীর ডাকা নৈশভোজেও যাচ্ছেন না বিচারপতি কুরিয়ান জোসেফ।
পয়লা এপ্রিল প্রধানমন্ত্রীকে লেখা এই চিঠিতে বিচারপতি জোসেফ লিখেছেন ''এই সম্মেলনে থাকতে না পারার জন্য আমি দুঃখিত। গুড ফ্রাইডের দিন এই সম্মেলন ডাকায় আমার পক্ষে এই ইভেন্টে উপস্থিত থাকা সম্ভব হচ্ছে না। এই দিনই ক্রুশবিদ্ধ হয়ে ছিলেন যীশু খ্রীষ্ট। একজন ক্রিশ্চান ধর্মাবলম্বী রূপে এই পবিত্র সপ্তাহে আমারা পরিবারের সঙ্গে থাকি, এই সময় আমি কেরালায় আমার বাড়িতে থাকব...দিওয়ালি, হোলি, ঈদ, বখরি ঈদ, ক্রিসমাস হোক বা ইস্টার, আপনার কাছে আমার একান্ত নিবেদন, ভিন্ন ভিন্ন ধর্মের এই বিশেষ দিনগুলিকে আপনি সমান গুরুত্ব দেবেন এবং এই পবিত্র দিনগুলিতে এই ধরণের কোনও গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করবেন না। তা ছাড়া এই দিনগুলিতে আমরা ছুটিতেও থাকি।''