আজ পাকিস্তান যুদ্ধ জয় দিবস, চলছে নানা উত্‍সব

আজ পাকিস্তান যুদ্ধ জয় দিবস। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের স্বর্ণজয়ন্তী উপলক্ষে নরেন্দ্র মোদী সরকার আজ উত্‍সবের আয়োজন করেছে। এক সপ্তাহ ধরে ওই যুদ্ধের নানা স্মৃতি তুলে ধরতে ইন্ডিয়া গেটের সামনে শ্রদ্ধাঞ্জলি নামের প্রর্দশনী চলছে।

Updated By: Sep 20, 2015, 08:36 AM IST
আজ পাকিস্তান যুদ্ধ জয় দিবস, চলছে নানা উত্‍সব

ওয়েব ডেস্ক: আজ পাকিস্তান যুদ্ধ জয় দিবস। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের স্বর্ণজয়ন্তী উপলক্ষে নরেন্দ্র মোদী সরকার আজ উত্‍সবের আয়োজন করেছে। এক সপ্তাহ ধরে ওই যুদ্ধের নানা স্মৃতি তুলে ধরতে ইন্ডিয়া গেটের সামনে শ্রদ্ধাঞ্জলি নামের প্রর্দশনী চলছে।

পঁচিশ কোটি টাকার আয়োজন। জন্মদিনে প্রধানমন্ত্রী নিজে এই প্রর্দশনী ঘুরে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়েছেন। তবে যুদ্ধ জয়ের স্বর্ণজয়ন্তী উত্‍সবেও অস্বস্তির কাঁটা অবসরপ্রাপ্ত জওয়ানরা। এক পদ এক পেনশনের যাবতীয় শর্ত মেনে নেওয়ার দাবিতে অবসরপ্রাপ্ত ফৌজিদের একাংশ এখনও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। সরকারের এই উত্‍সবে তাঁরা যোগ দেবেন না।

.