Karnataka Chief Minister: ফের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া! দাক্ষিণাত্য জয়ের নায়ক শিবকুমারকে কোন মন্ত্রে তুষ্ট করবে কংগ্রেস?

প্রথমে ডি কে শিবকুমার সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকবেন এবং পরে তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেবেন। প্রাথমিক ফলাফলে কংগ্রেস ১৩০টি আসনে এগিয়ে থাকলেও বিজেপি ৮০টি আসনে এগিয়ে রয়েছে। এইচডি কুমারস্বামীর নেতৃত্বাধীন জনতা দল ৩০টিরও কম আসন পেয়ে তৃতীয় স্থানে রয়েছে।     

Updated By: May 13, 2023, 02:28 PM IST
Karnataka Chief Minister: ফের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া! দাক্ষিণাত্য জয়ের নায়ক শিবকুমারকে কোন মন্ত্রে তুষ্ট করবে কংগ্রেস?
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কর্নাটকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে কংগ্রেস। কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন সিদ্দারামাইয়া। তবে প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমারকে ব্রাত্য রাখবে না হাত শিবির। রাজ্যে দলের ব্যাপকভাবে পুনরুত্থানের জন্য শিবকুমারকে পুরস্কৃত করা হবে বলে সূত্রের খবর। বিদায়ী বিধানসভার বিরোধী নেতা সিদ্দারামাইয়া এবং কর্নাটক কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমার মুখ্যমন্ত্রী পদের প্রধান প্রতিদ্বন্দ্বী। এই দুই হেভিওয়েটের মধ্যে তীব্র লড়াইয়র কথা মাথায় রেখে কংগ্রেস হাইকমান্ড কোনওরকম বিভ্রান্তি এড়াতে ৫০:৫০ ফর্মুলা ভেবে রেখেছে। 

আরও পড়ুন, Karnataka Election result 2023: মোদীর জয়রথ থমকাল কর্নাটকে! নয়া মন্ত্রেই কিস্তিমাত রাহুলের...

প্রথমে ডি কে শিবকুমার সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকবেন এবং পরে তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেবেন। প্রাথমিক ফলাফলে কংগ্রেস ১৩০টি আসনে এগিয়ে থাকলেও বিজেপি ৮০টি আসনে এগিয়ে রয়েছে। এইচডি কুমারস্বামীর নেতৃত্বাধীন জনতা দল ৩০টিরও কম আসন পেয়ে তৃতীয় স্থানে রয়েছে। তবে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বেছে নেওয়াটা কংগ্রেসের পক্ষে কঠিন। রাজস্থান ও মধ্যপ্রদেশের মতো নয়, যেখানে ভোটের জয়ে তরুণদের চেয়ে অভিজ্ঞতাকে বেছে নিয়েছে দল। সেখানে কর্ণাটকের পরিস্থিতি অন্যরকম।

কর্নাটকে কংগ্রেসের দুই শীর্ষ নেতা সিদ্দারামাইয়া ও ডি কে শিবকুমার হাইকমান্ডের পছন্দের প্রার্থী। দুই রাষ্ট্রনেতা একে অপরের প্রতি কোনও অশ্রদ্ধা দেখাননি। শিবকুমারকে সংগঠনের পছন্দের হিসেবে বিবেচনা করা হলেও সিদ্দারামাইয়াকে এখনও রাজ্যে দলের সবচেয়ে জনপ্রিয় নেতা এবং ক্রাউড পুলার হিসেবে বিবেচনা করা হয়।কর্নাটক বিধানসভা নির্বাচনের ভোট গণনার আগে দিল্লিতে কংগ্রেস অফিসে রীতিমত উৎসবের মেজাজ। ঢাক ঢোল পিটিয়ে উৎসবে মেতে উঠেছেন কংগ্রেস সমর্থকরা। কংগ্রেস এই জয়কে কর্নাটক বিজয় নাম দিয়েছে।

আরও পড়ুন, Karnataka Election results 2023: 'বাবাকে মুখ্যমন্ত্রী দেখতে চাই', কর্নাটক বিধানসভা নির্বাচনী ফলাফলে আশাবাদী সিদ্দারামাইয়া পুত্র

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.