ফের পিছোল সিঙ্গুর মামলার শুনানি

ফের পিছোল সিঙ্গুর মামলার শুনানি। পরবর্তী শুনানি হবে মার্চে । আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি এইচ এল দাত্তুর এজলাসে মামলাটি ওঠে। যথেষ্ট সময় হাতে রেখে মামলাটির শুনানি শুরু করার আর্জি জানান টাটাদের আইনজীবী।

Updated By: Jan 27, 2015, 08:34 PM IST

ওয়েব ডেস্ক: ফের পিছোল সিঙ্গুর মামলার শুনানি। পরবর্তী শুনানি হবে মার্চে । আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি এইচ এল দাত্তুর এজলাসে মামলাটি ওঠে। যথেষ্ট সময় হাতে রেখে মামলাটির শুনানি শুরু করার আর্জি জানান টাটাদের আইনজীবী।

অন্যদিকে,  জানা যায় সিঙ্গুর আইনের বৈধতা নিয়ে রাজ্যের পেশ করা তথ্যের কপিও এখনও সংশ্লিষ্ট সব পক্ষ হাতে পায়নি। প্রধান বিচারপতি শেষ পর্যন্ত জানিয়ে দেন, মামলার শুনানি হবে মার্চে।   ক্ষমতায় আসার পর অনিচ্ছুকদের জমি ফেরত দেওয়ার জন্য বিল পাস  করে সিঙ্গুরে টাটার জমি নিয়ে নেয় তৃণমূল সরকার। বিলের বিরুদ্ধে হাইকোর্ট রায়কে চ্যালেঞ্জ জানিয়ে  সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার।

.