বিজেপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি থেকে বাদ পড়লেন স্মৃতি ইরানি
বিজেপির জাতীয় কার্যনির্বাহী কমিটি থেকে বাদ পড়লেন স্মৃতি ইরানি। বৃহস্পতিবার পার্টি প্রেসিডেন্ট অমিত শাহ কার্যনির্বাহী সমতির সদস্যদের যে নামের তালিকা প্রকাশ করলেন তাতে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর পাশাপাশি বাদ গেছে হেমা মালিনী, নাজমা হেপাতুল্লা, হাইনা এনসি-এর নামও।
নয়া দিল্লি: বিজেপির জাতীয় কার্যনির্বাহী কমিটি থেকে বাদ পড়লেন স্মৃতি ইরানি। বৃহস্পতিবার পার্টি প্রেসিডেন্ট অমিত শাহ কার্যনির্বাহী সমতির সদস্যদের যে নামের তালিকা প্রকাশ করলেন তাতে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর পাশাপাশি বাদ গেছে হেমা মালিনী, নাজমা হেপাতুল্লা, হাইনা এনসি-এর নামও।
আজ দলের ১১ সদস্যের কার্যনিবাহী কমিটির কথা ঘোষণা করেন অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই কমিটিতে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীও।
নতুন তালিকায় নেই পার্টি মুখপাত্র সঈদ শাহনাজ হুসেন ও সুধাংশু ত্রিবেদীর নামও।
এপ্রিলের প্রথমেই বেঙ্গালুরুতে নয়া কার্যনিবাহী কমিটির প্রথম বৈঠক হবে।
বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা ও জম্মু-কাশ্মীরের বিজেপি-পিডিপি জোটের উপমুখ্যমন্ত্রী, ২৪ জন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তিন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এই কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য রূপে নির্বাচিত হয়েছেন।
বিজেপি চিফ সারা দেশের ৪০ জন বরিষ্ঠ বিজেপি নেতাকে এই কমিটির বিশেষ আমন্ত্রিত রূপে নির্বাচিত করেছেন।
আজ নাগপুরে আরএসএস-এর সঙ্গে ৮ ঘণ্টার ম্যারাথন মিটিং করেন অমিত শাহ।
এই মিটিংয়ের পরেই নয়া কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়।