তুষার-স্পর্শে শৈলরাজ্য
পাহাড়ের উঁচু অংশে বরফ পড়া শুরু হয়ে গিয়েছে দিন চারেক আগেই। এবার বছরের প্রথম তুষার স্পর্শ করল মানালিকেও। শৈলশহরের তাপমাত্রা একধাক্কায় নেমে গিয়েছে তিন ডিগ্রি সেলসিয়াসে।
পাহাড়ের উঁচু অংশে বরফ পড়া শুরু হয়ে গিয়েছে দিন চারেক আগেই। এবার বছরের প্রথম তুষার স্পর্শ করল মানালিকেও। শৈলশহরের তাপমাত্রা একধাক্কায় নেমে গিয়েছে তিন ডিগ্রি সেলসিয়াসে। আর মরশুমের এই প্রথম তুষারপাতকে চুটিয়ে উপভোগ করছেন পর্যটকরা। তবে, চিন্তার কারণও রয়েছে। ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে মানালি-লে জাতীয় সড়ক।
শুক্রবার থেকেই কাশ্মীর উপত্যকা ঢাকতে শুরু করেছে বরফে। স্কি-প্রেমীদের জন্য নিজেকে সাজিয়ে তুলতে শুরু করেছে গুলমার্গ। এবার ভূস্বর্গের পাশাপাশি তুষারের পরশ পেল হিমাচলের শৈলরাণি মানালিও। সোমবার সকাল থেকেই মানালির পথঘাট ঢেকেছে ঝুরো বরফে। হু-হু করে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। কিন্তু, এবার কি একটু তাড়াতাড়ি এসে গেল শীত? মানালির বাসিন্দাদের বক্তব্য, এবার বরফের সঙ্গে দেখা নেই বৃষ্টির। শুধু তুষারপাত হচ্ছে বলেই আগামিদিনে কনকনে ঠাণ্ডার আভাস পাচ্ছেন তারা।
একইরকম শীতে কাবু কুলুও। ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে রোটাং পাস যাওয়ার রাস্তা। কারণ বরফের চাদর গায়ে জড়িয়ে ফেলেছে পিরপঞ্জাল। বন্ধ হয়ে গিয়েছে মানালি-লে জাতীয় সড়কও। গতমাসের শেষেই হিমাচলের অপেক্ষাকৃত উঁচু এলাকাগুলিতে পর্যটকদের যেতে নিষেধ করে দিয়েছে বর্ডার রোড অর্গানাইজেশন।