তুষারাবৃত উত্তর ভারত
প্রবল ঠাণ্ডায় কাঁপছে উত্তরভারত। গত কয়েকদিনের প্রবল তুষারপাতে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে কাশ্মীরের জনজীবন। প্রভাব পড়েছে যোগাযোগ ব্যবস্থায়। ডাল লেক সহ অধিকাংশ লেকের জল জমে যাওয়ায় সমস্যায় পড়েছেন পর্যটকরা।
প্রবল ঠাণ্ডায় কাঁপছে উত্তরভারত। গত কয়েকদিনের প্রবল তুষারপাতে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে
কাশ্মীরের জনজীবন। প্রভাব পড়েছে যোগাযোগ ব্যবস্থায়। ডাল লেক সহ অধিকাংশ
লেকের জল জমে যাওয়ায় সমস্যায় পড়েছেন পর্যটকরা। বিদ্যুত্ পরিষেবা ভেঙে
পড়ায় প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ১০ ফুট উঁচু বরফের চাদরে ঢেকে গেছে গুলমার্গ।
বহু রাস্তা ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে। বানিহাল পর্যন্ত রাস্তায় কোনওমতে বরফ সরিয়ে একদিক দিয়ে যাতাযাত শুরু করা গেলেও একাধিক জায়গায় রাস্তা বন্ধ রয়েছে। যুদ্ধকালীন তত্পরতায় তা সারাইয়ের কাজ চলছে বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। প্রবল তুষারপাতের সুযোগে অনুপ্রবেশের আশঙ্কায় কাশ্মীরে তীক্ষ্ণ নজরদারি চালাচ্ছে সেনা এবং বিএসএফ।
পাশপাশি হিমাচল প্রদেশেও চলছে তুষারপাত। ধর্মশালা শহরটি কার্যত বরফের তলায় চলে গিয়েছে। উল্লেখযোগ্য ভাবে বরফ পড়েছে পঞ্জাবের পাঠানকোটেও। বরফের সাদা আস্তরণে এভাবেই ঢেকে গিয়েছে মাইলের পর মাইল এলাকা। উধমপুর এবং ডোডা জেলাতেও ছবিটা একইরকম।