দিওয়ায়লিতে এসএমএসে 'দিল্লির লাড্ডু' পাঠালেন সোনিয়া, মমতার পাল্টা 'সমীকরণ' শুভেচ্ছা

মমতা বন্দ্যোপাধ্যকে মেসেজ করে দিওয়ালির শুভেচ্ছা জানালেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। কংগ্রেস সভানেত্রীর ব্যক্তিগত নম্বর থেকে সেই বার্তা পেয়ে তত্‍ক্ষনাত্‍ প্রতি-শুভেচ্ছা জানান মমতাও। আর এই সৌজন্যের বার্তার মধ্যে অন্য রাজনৈতিক সমীকরণের অঙ্ক কষছেন অনেকে। এটিকে নিছকই সৌজন্যমূলক শুভেচ্ছার সরলরেখায় দেখছে না রাজনৈতিক শিবির। বিহার ভোটে মোদী-অমিত জুটি পর্যদুস্ত হওয়ার পর সনিয়ার এই সৌজন্য বিশেষ অর্থবহ বলে মনে করছেন তাঁরা। জাতীয় স্তরে বোঝাপড়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না তৃণমূলও।

Updated By: Nov 12, 2015, 02:39 PM IST
দিওয়ায়লিতে এসএমএসে 'দিল্লির লাড্ডু' পাঠালেন সোনিয়া, মমতার পাল্টা 'সমীকরণ' শুভেচ্ছা

ওয়েব ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যকে মেসেজ করে দিওয়ালির শুভেচ্ছা জানালেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। কংগ্রেস সভানেত্রীর ব্যক্তিগত নম্বর থেকে সেই বার্তা পেয়ে তত্‍ক্ষনাত্‍ প্রতি-শুভেচ্ছা জানান মমতাও। আর এই সৌজন্যের বার্তার মধ্যে অন্য রাজনৈতিক সমীকরণের অঙ্ক কষছেন অনেকে। এটিকে নিছকই সৌজন্যমূলক শুভেচ্ছার সরলরেখায় দেখছে না রাজনৈতিক শিবির। বিহার ভোটে মোদী-অমিত জুটি পর্যদুস্ত হওয়ার পর সনিয়ার এই সৌজন্য বিশেষ অর্থবহ বলে মনে করছেন তাঁরা। জাতীয় স্তরে বোঝাপড়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না তৃণমূলও।

তৃণমূল মানেই আসা-যাওয়া, স্রোতে ভাসা। ফের কংগ্রেসের দিকে তারা যেতেই পারে। এই প্রতিক্রিয়া সিপিএম নেতা শমীক লাহিড়ির।

 

.