সৌরভ, জয় শাহদের মেয়াদ বাড়ল ১৫ দিন, পিছোল শুনানি
সৌরভ-শাহরাও সুপ্রিম কোর্টের কাছে তাঁদের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেছিলেন। সেই মামলারই শুনানি হওয়ার কথা ছিল বৃহস্পতিবার।
নিজস্ব প্রতিবেদন- দুসপ্তাহের জন্য পিছিয়ে গেল শুনানি। বৃহস্পতিবার সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহদের বোর্ডের দায়িত্বে থাকা নিয়ে যে শুনানি সুপ্রিম কোর্টে হওয়ার কথা ছিল তা দু সপ্তাহের জন্য পিছিয়ে গেল। ফলে আপাতত আরও দুসপ্তাহ বোর্ডের দায়িত্ব সৌরভদেরই হাতে।
বিচারপতি নাগেশ্বর রাও এবং বিচারপতি বিনীত সরনের অধীনে বোর্ডের এই মামলা হওয়ার কথা ছিল। তবে তা বেশ কয়েকবার পিছিয়ে গিয়েছে। লোধা কমিটির নিয়ম অনুযায়ী টানা ৬ বছর বোর্ডের কোনও দায়িত্ব সামলানোর পর ৩ বছরের জন্য বিশ্রামে য়েতেই হবে। ২০২০ সালের মাঝামাঝি সৌরভ-জয় শাহদের ৬ বছর দায়িত্ব সামলানোর সময়সীমা শেষ হয়। করোনার জন্য সেই সময় তাঁদের বিশ্রামে পাঠানো যায় নি। সৌরভ-শাহরাও সুপ্রিম কোর্টের কাছে তাঁদের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেছিলেন। সেই মামলারই শুনানি হওয়ার কথা ছিল বৃহস্পতিবার।