রাত পোহালেই ভোট মহারাষ্ট্র, হরিয়ানায়। বড় পরীক্ষায় মোদী, নজরে মহারাষ্ট্র

লোকসভা ভোটের পর এই প্রথম বড়সড় চ্যালেঞ্জের মুখে মোদী-ম্যাজিক। রাত পোহালেই মহারাষ্ট্র, হরিয়ানায় বিধানসভার ভোট।   আড়াই দশকের জোটসঙ্গী  শিবসেনার বিপক্ষে লড়ে মহারাষ্ট্রে কি আদৌ ক্ষমতা দখল করতে পারবে বিজেপি? দুর্নীতির ধুয়ো তুলে হরিয়ানায় কি হটানো যাবে কংগ্রেস সরকারকে? তাকিয়ে গোটা দেশ।

Updated By: Oct 14, 2014, 08:35 PM IST
রাত পোহালেই ভোট মহারাষ্ট্র, হরিয়ানায়। বড় পরীক্ষায় মোদী, নজরে মহারাষ্ট্র

ওয়েব ডেস্ক: লোকসভা ভোটের পর এই প্রথম বড়সড় চ্যালেঞ্জের মুখে মোদী-ম্যাজিক। রাত পোহালেই মহারাষ্ট্র, হরিয়ানায় বিধানসভার ভোট।   আড়াই দশকের জোটসঙ্গী  শিবসেনার বিপক্ষে লড়ে মহারাষ্ট্রে কি আদৌ ক্ষমতা দখল করতে পারবে বিজেপি? দুর্নীতির ধুয়ো তুলে হরিয়ানায় কি হটানো যাবে কংগ্রেস সরকারকে? তাকিয়ে গোটা দেশ।

এমন ঘটনা এর আগে সম্ভবত কখনও ঘটেনি মহারাষ্ট্রে।  যুযুধান দুই প্রধান প্রতিপক্ষই এবার ভোটযুদ্ধের ময়দানে একা। আসন সমঝোতা না হওয়ায় শিবসেনা আর বিজেপির ২৫ বছরের সম্পর্কে চিড় ধরল এবার। ময়দানে দুপক্ষই এবার মুখোমুখি। অন্যদিকে  কংগ্রেস আর এনসিপিও জোট ভেঙে ময়দানে একে অপরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনাও কোমরবেঁধে ময়দানে। বিরল পঞ্চমুখী লড়াইয়ের সাক্ষী এই প্রথম হতে চলেছেন রাজ্যবাসী। কং-এনসিপি সরকারকে তুলোধোনা করে রাজ্যজুড়ে ৮৭টি সভা করেছেন মোদী নিজে।  তবু বিজেপির ক্ষমতাদখলের পথে শিবসেনা কাঁটা থাকছেই। যদি কেউ একক গরিষ্ঠতা না পায়?

রাজনৈতিক মহলের ধারণা, সেক্ষেত্রে চমকপ্রদ কিছু ঘটতেই পারে। এনসিপির শরদ পাওয়ার বা নবনির্মাণ সেনার রাজ ঠাকরের হাতেই হয়তো তখন থাকবে ২৮৮ আসনের বিধানসভায় ক্ষমতার কলকাঠি।

অন্যদিকে, হরিয়ানায় টানা পনেরো বছর ক্ষমতায় রয়েছে কংগ্রেস  সরকার। রবার্ট বঢরার জমি কেলেঙ্কারিকে ইস্যু করে কংগ্রেস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আক্রমণ শানিয়েছেন নরেন্দ্র মোদী। উন্নয়নের ফিরিস্তি নিয়ে প্রচারে ঝড় তুলেছেন সোনিয়া গান্ধীও। রাজনৈতিক মহল মনে করছে, জেলবন্দি ওমপ্রকাশ চৌতালার আইএনএলডির ভূমিকাও হয়ে উঠতে পারে তাত্‍পর্যপূর্ণ। লোকসভা ভোটের ম্যাজিক কি শেষপর্যন্ত ধরে রাখতে পারলেন মোদী?জবাব মিলবে ১৯ শে অক্টোবর ভোটবাক্স খোলার পর।

.