খুচরো ব্যবসায় বিদেশি লগ্নি, তৃণমূলের বিক্ষোভে অচল সংসদ

শীতকালীন অধিবেশনের চতুর্থ দিনও উত্তাল হল সংসদ। শুক্রবারের ইস্যু ছিল খুচরো বিপণনের ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন । তাত্‍পর্যপূর্ণ ভাবে বিরোধী এনডিএ এবং বাম শিবিরের পাশাপাশি এই ইস্যুতে সংসদে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয় ইউপিএ জোটের দ্বিতীয় বৃহত্তম শরিক তৃণমূল কংগ্রেসও।

Updated By: Nov 21, 2011, 01:51 PM IST

শীতকালীন অধিবেশনের চতুর্থ দিনও উত্তাল হল সংসদ। শুক্রবারের ইস্যু ছিল খুচরো বিপণনের ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন। তাত্‍পর্যপূর্ণ ভাবে বিরোধী এনডিএ এবং বাম শিবিরের পাশাপাশি এই ইস্যুতে সংসদে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয় ইউপিএ জোটের দ্বিতীয় বৃহত্তম শরিক তৃণমূল কংগ্রেসও। প্রবল হইহট্টগোলের জেরে এদিনও মুলতুবি হয়ে যায় সংসদ। এদিন লোকসভায় অধিবেশনের শুরুতেই গতকাল কৃষিমন্ত্রী শরদ পাওয়ারের উপর হামলার ঘটনার নিন্দাপ্রস্তাব পাঠ করেন স্পিকার মীরা কুমার। এর পরই সভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল সাংসদরা। তাঁরা মাল্টিব্র্যান্ড খুচরো বিপণনের ক্ষেত্রে ৫১ শতাংশ এবং সিঙ্গল ব্র্যান্ড খুচরো বিপণনের ক্ষেত্রে ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে ছাড়পত্রের সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানাতে থাকেন। এর পর স্পিকারের অনুরোধে সাময়িক ভাবে সভার কাজ চলে। এই পর্বে সিপিআইএমের লোকসভার নেতা বাসুদেব আচারিয়া এবং জনতা দল (ইউনাইটেড) সভাপতি শরদ যাদব খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ বৃদ্ধির কেন্দ্রীয় সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। এর পর ফের তৃণমূল, বিজেপি এবং বাম সাংসদরা স্লোগান শুরু করলে স্পিকার সভার কাজ বেলা দু'টো পর্যন্ত মুলতুবি করে দেন। রাজ্যসভাতেও এদিন ছিল একই চিত্র। খুচরো পণ্যে বিদেশি লগ্নি ইস্যুতে বাদানুবাদ শুরু হলে বার বার আবেদন জানিয়েও বিক্ষোভকারী সাংসদদের নিবৃত্ত করতে পারেননি চেয়ারম্যান হামিদ আনসারি। শেষ পর্যন্ত সভার কাজ মুলতুবি করতে বাধ্য হন তিনি।

.