পরীক্ষার খাতায় ব্লু হোয়েলে আসক্তির কথা জানিয়ে প্রাণে বাঁচল ছাত্র

Updated By: Sep 22, 2017, 02:36 PM IST
পরীক্ষার খাতায় ব্লু হোয়েলে আসক্তির কথা জানিয়ে প্রাণে বাঁচল ছাত্র

ওয়েব ডেস্ক : ব্লু হোয়েল গেমের শেষ পর্যায়ে পৌঁছেও নিজের উপস্থিত বুদ্ধির জোড়ে প্রাণে বাঁচল এক কিশোর। ঘটনাটি মধ্যপ্রদেশের রাজগড় জেলার। পরীক্ষার খাতায় এই খেলার প্রতি নিজের আসক্তির কথা লিখে আসে ওই ছাত্র। পরীক্ষকের সাহায্যে অবশেষে প্রাণে বাঁচে সে।  

এই মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তে  ব্লু হোয়েল গেমের প্রতি কিশোর-কিশোরীদের আসক্তি রোধ করাই সবথেকে বড় চ্যালেঞ্জ প্রশাসনের কাছে। অনলাইন এই গেমের 'দাপটে' ইতিমধ্যেই দেশজুড়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের।

আরও পড়ুন- মোদীকে চিঠি সোনিয়ার, লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে আর্জি

রাজগড়ের ওই কিশোর পুলিসকে জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় এই খেলার লিঙ্ক পায় সে। লিঙ্কে লেখা ছিল ৫০ দিনের মধ্যে এই খেলা শেষ করতে হবে। প্রতিটি ধাপের ছবি তুলে প্রমাণ রাখতে হবে। শেষ ধাপে গিয়ে আত্মঘাতী হতে হবে। আর তা না করা হলে খুন করা হবে ওই কিশোরের বাবা-মাকে। ইতিমধ্যেই ৪৯তম ধাপে পৌঁছে গেছে ওই ছাত্র। চরম সিদ্ধান্ত নেওয়ার আগে সম্বিত ফিরতেই গোটা ঘটনাটির কথা সে পরীক্ষার খাতায় লেখে। খাতা দেখে গোটা বিষয়টির কথা জানতে পারেন পরীক্ষক। স্কুল কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি, পুলিস ও ছাত্রের পরিবারের সদস্যদের অবগত করা হয় বিষয়টি সম্বন্ধে।

দেশজুড়ে এখনও পর্যন্ত ব্লু হোয়েলের শিকার ১২। গোটা পৃথিবীতে সেই সংখ্যা অসংখ্য।

.