রাজধানীর রাজপথে পুলিসের গুলিতে মৃত স্ট্যান্ট বাইক চালক
নেশার বাইক অ্যাডভেঞ্চার যাত্রা শেষ অবধি হয়ে গেল দুঃস্বপ্নের। গভীর রাতে দিল্লিতে পুলিসের গুলিতে মারা গেল এক স্ট্যান্ট বাইক চালক। রাতে বাইক নিয়ে নানা রকম আদব কায়দা করা যাদের শখ, সেই স্টান্ট বাইক চালকদের মধ্যে একজনের মৃত্যু হল পুলিসের গুলিতে।
নেশার বাইক অ্যাডভেঞ্চার যাত্রা শেষ অবধি হয়ে গেল দুঃস্বপ্নের। গভীর রাতে দিল্লিতে পুলিসের গুলিতে মারা গেল এক স্ট্যান্ট বাইক চালক। রাতে বাইক নিয়ে নানা রকম আদব কায়দা করা যাদের শখ, সেই স্টান্ট বাইক চালকদের মধ্যে একজনের মৃত্যু হল পুলিসের গুলিতে।
রবিরার রাত ২টোয় আর পাঁচটা উইকএন্ডের মত রাজধানীর রাস্তায় বাইক নিয়ে জড়ো হয় জনা তিরিশেক যুবক। বাইক নিয়ে নানাভাবে তারা বেশ ঝুঁকির স্ট্যান্ট করতে থাকে। পুলিস প্রথম তাঁদের জায়গা থেকে চলে যেতে বলে।
কিন্তু বাইক নিয়ে ঝুঁকির খেলায় মত্ত সেইসব যুবকরা পুলিসের কথা শুনতে চাননি। এরপর পুলিস শূন্যে গুলি চালায়। তাতেও কাজ না হওয়ায় বাইকের চাকা লক্ষ্য করে গুলি চালাতে থাকে পুলিস। এমনি একটা গুলি এসে লাগে কিরন পান্ডে নামে এক বাইক আরোহির গায়ে। কিরন ছিল পুনিত শর্মা নামে এক যুবকের বাইকের পিছনেক সিটে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর দেখা যায় আহত পুনিত মদ্যপ ছিল।